চলতি প্রজন্মের ব্যস্ততম উপস্থাপিকা মারিয়া নূর। রিয়েলিটি শো 'সেরা রাধুনি'র উপস্থাপনার কাজে অনেক দিন ঢাকার বাইরে ছিলেন। তবে চলমান লকডাউনের কারণে গেল মাসের ২০ তারিখ থেকে তিনি ঘরেই থাকছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাইরে কোনো কাজ রাখছেন না। তবে ঘরে একেবারে অবসর সময় কাটাচ্ছেন না বলেও জানালেন তিনি। কিভাবে কাটছে লকডাউনের সময়? মারিয়া নূর বলেন, লকডাউনে ঘরে থাকলেই যে অবসর সময় কাটাতে হবে আমি সেটা মনে করি না। আমি নিজেও কাজ করছি। ডিজিটাল প্ল্যাটফরমের জন্য কিছু কাজ করা হচ্ছে।
বলতে পারেন ঘরেও বেশ ব্যস্ত সময় পার করছি। এখন সময় অনেক পরিবর্তন হয়েছে। সময়কে বিভিন্ন ভাবে কাজে লাগানো যায়। সেটারই চেষ্টা করছি। কিন্ত এভাবে কতদিন চলা যাবে? কি মনে হচ্ছে? এ প্রসঙ্গে মারিয়া বলেন, করোনার এই সমস্যা খুব দ্রুত যাবে না বলেই মনে হচ্ছে। আরো অনেক দিন এর সঙ্গে আমাদের লড়াই করতে হবে। সুতরাং এই বিষয়টি মাথায় রেখেই আগামীর পরিকল্পনা আমাদের সাজাতে হবে। উপস্থাপনার বাইরে এই গ্ল্যামার কন্যাকে প্রতি বছর বিশেষ দিবসের দুই-একটি নাটকে দেখা যায়। আসছে ঈদে কি কোনো নাটকে দেখা যাবে? উত্তরে তিনি বলেন, বছরের শুরুর দিকে 'মায়া' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছি। এতে তাহসান ভাইয়ের সাথে কাজ করেছি। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়