বাংলাদেশের আদিবাসী হাজং সম্প্রদায়কে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র। এর নাম- ‘হাজংদের জীবন সংগ্রাম’। তাদের জীবন নিয়েই মূলত এটি নির্মিত।
গীতিকার সুজন হাজংয়ের কবিতা অবলম্বনে নির্মাণটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি।
সুজন হাজং জানান, তার লেখা ‘হাজংদের জীবন সংগ্রাম’ কবিতাটিই চলচ্চিত্রে উঠে এসেছে। বীরাঙ্গনা শহীদ হাজংমাতা রাশিমণির আত্মত্যাগ, নারীর সম্ভ্রম রক্ষা, হাজংদের সুদীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য, তাদের বিলীয়মান সমৃদ্ধ সংস্কৃতি, দুঃখ ও বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে এতে।
বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, ঝিনাইগাতী উপজেলায়, ময়মনসিংহ জেলার উত্তর অঞ্চলে এবং সিলেট জেলায় হাজং সম্প্রদায়ের বাস। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে এরা এ অঞ্চলে খুব দাপটের সাথে বসবাস করেছে। অংশ নিয়েছে ঐতিহাসিক ‘হাজং বিদ্রোহ’, ‘তেভাগা আন্দোলন’, ‘টংক আন্দোলন’-এ। সেখানে তাদের নেতৃত্বও ছিল সামনের কাতারে। তবে এখন তারা নিজেদের টিকিয়ে রাখার সংগ্রামের মধ্যে আছে। সেই কথাগুলোও উঠে এসেছে প্রামাণ্যচলচ্চিত্রে।
সুজন হাজং বলেন, ‘ডকুফিল্মটিতে প্রান্তিক হাজং সম্প্রদায়ের সংগ্রাম ও সাহসিকতার গল্প তুলে ধরা হয়েছে। উঠে এসেছে বীরাঙ্গনা শহীদ হাজংমাতা রাশিমণির আত্মত্যাগ ও হাজংদের সুদীর্ঘ লড়াই। আমি মনে করি, নির্মাতা সোহেল রানা বয়াতি সুনিপুণভাবে এগুলো চিত্রায়িত করেছেন।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়