চীনে দুই বছরের মধ্যে সর্বোচ্চ কোভিড শনাক্ত, শেনজেনে লকডাউন

গত দুই বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ কেস শনাক্ত হয়েছে চীনে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, রোববার প্রায় ৩ হাজার ৪০০ জনের কোভিড শনাক্ত হয়েছে। অর্থাৎ একদিনে সেখানে কোভিড শনাক্ত হয়েছে প্রায় দুইগুন। এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ কোটি ৭৫ লাখ মানুষের শহর শেনজেনে লকডাউন ঘোষণা করেছে চীন। আগামি এক সপ্তাহ এটি কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে টাইম ও ভয়েজ অব আমেরিকা।

খবরে বলা হয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে শেনজেন চীনের গুরুত্বপূর্ণ শহর এবং বন্দর। এটিকে বলা হয় চীনের প্রধান প্রযুক্তি কেন্দ্র।

এখানেই রয়েছে হুয়াওয়ে এবং টেনসেন্টের হেডকোয়ার্টার। এই লকডাউনের কারণে সেখানে উৎপাদন ব্যহত হবে। আগামি এক সপ্তাহে সেখানে শহরজুড়ে তিন দফা গণ পরীক্ষা চালানো হবে। গত রোববার এই লকডাউনের ঘোষণা আসে চীন সরকারের তরফ থেকে। আগামি ২০ মার্চ পর্যন্ত এটি কার্যকর থাকবে। শেনজেনের সকল বাস ও সাবওয়ে বন্ধ থাকবে। জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে। সম্ভব হলে বাড়ি থেকে কাজ করবেন কর্মীরা। এই সময়ের মধ্যে কেউ শেনজেন ত্যাগ করতে পারবেন না।

চীন এখন পর্যন্ত কোভিড নিয়ন্ত্রণে বড় ধরণের সফলতা দেখালেও এখন তা হুমকির মুখে পড়েছে। এক দিনের মধ্যে চীনে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সারা দেশের অন্তত ১৯টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে। শাংহাইয়ে স্কুল বন্ধ। শেনজেনের পাশাপাশি উত্তর-পূর্বে সংক্রমণের কেন্দ্র জিলিন শহরে আগে থেকেই জারি আছে আংশিক লকডাউন। এ ছাড়া আশেপাশের শত শত এলাকা বন্ধ করে দেয়া হয়েছে। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজিতেও প্রায় সাত লক্ষ বাসিন্দাকে সারা দিন ঘরবন্দি থাকতে হয়েছে। আরও অন্তত তিনটি ছোট শহরে মার্চের প্রথম থেকেই কড়াকড়ি চলছে।

চীনে প্রথম ২০১৯ সালের শেষের দিকে কোভিড-১৯ ধরা পড়ে। ভাইরাসটি যখন গণহারে ছড়িয়ে পড়ে, চীন তখন দ্রুত লকডাউন, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গণপরীক্ষার মাধ্যমে ভাইরাসটির বিস্তার রোধ করে। কিন্তু দ্রুত সংক্রমিত ওমিক্রন ধরণের বিস্তার এবং উপসর্গবিহীন রোগী বেড়ে যাওয়ায় সম্প্রতি সার্বিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যেটি 'শূন্য কোভিড নীতি' ব্যাহত করেছে।
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়