চীনা বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা নিও কভিড-১৯ নিষেধাজ্ঞার কারণে উত্পাদন স্থগিত করেছে। সংস্থাটি আজ বুধবার জানায়, সারা দেশে ক্রমবর্ধমান সংক্রমণ ও প্রতিরোধ ব্যবস্থার কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড সংকুচিত করেছে তারা। খবর রয়টার্স।
বিধিনিষেধের কারণে গত অক্টোবরের মাঝামাঝি থেকে উৎপাদনে চ্যালেঞ্জের মুখে পড়ছে নিও। বাধ্য হয়ে হেফেই শহরে কারখানা দুটি বন্ধ করে দেয়।
সংস্থার একজন প্রতিনিধি জানান, নিও উত্পাদন সাময়িকভাবে স্থগিত করেছে এ খবর সত্য। এ সিদ্ধান্ত উত্পাদন ও নির্ধারিত সময়ে সরবরাহের প্রতিশ্রুতির ওপর প্রভাব ফেলবে।
সম্প্রতি চীন বেশ কয়েকটি বড় শহরে লকডাউন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে ভ্রমণ ও সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। এ নিয়ে টেক জায়ান্ট অ্যাপলের বড় সরবরাহকারী ফক্সকনের কর্মীরা অসন্তোষ জানিয়েছে।
এর আগেও কভিড নিষেধাজ্ঞার কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয় নিও। গত এপ্রিলে বিধিনিষেধের কারণে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির অনেক অংশীদার কাজ বন্ধ করে দেয়।
গত সোমবার এক বিবৃতিতে অক্টোবরের ডেলিভারির পরিসংখ্যান প্রকাশ করে দেরিতে গাড়ি সরবরাহের জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে নিও। তখন বলেছিল, মহামারির কারণে তাদের উৎপাদন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। তবে এও জানায়, অক্টোবরে ১০ হাজার ৫৯টি গাড়ি সরবরাহ করা হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৭৪ দশমিক ৩ শতাংশ বেশি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়