বিগত কয়েকবছরে দেশের মিডিয়ায় সবচেয়ে চর্চিত নাম পরীমনি। তার জন্মদিনকে ঘিরেও চমকের শেষ নেই। নিজের জন্মদিনের জমকালো অনুষ্ঠান করে তাক লাগিয়ে দেন শোবিজ পাড়ায়। পরীমনির মতো করে এভাবে অন্য কোনো তারকার বেলায় দেখা যায়নি জন্মদিনের আয়োজনের। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও সেগুলোকে পাত্তা না দিয়ে ব্যক্তি জীবন নিজের মতো করেই যাপন করে আসছেন পরী।
সেই ধারাবাহিকতায় এবার জন্মদিনে একজন কাহিনীকার হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন পরীমনি। তার কাহিনী অবলম্বনে বড় একটি নির্মাণের ঘোষণা আসছে আজ সোমবার (২৪ অক্টোবর) জন্মদিনের বিশেষ উপহার হিসেবে।
নিশ্চিত হওয়া গেছে, পরীর কাহিনী ধরে ‘নতুন জন্মের গল্প’ নামের এই প্রজেক্টটির চিত্রনাট্য ও নির্মাণে আছেন রুদ্র হক। নির্মাতা গণমাধ্যমকে জানান, এটা আসলে পরীমনির জন্মদিনে সবার জন্য বিশেষ চমক হিসেবে থাক। জন্মদিনেই (২৪ অক্টোবর) আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানাবো। আমরা চাই না, জন্মদিনের আগে চমকটি নষ্ট হোক।
এদিকে ‘নতুন জন্মের গল্প’ আসলে নাটক, সিনেমা নাকি ডকুমেন্টারি, সেটি এখনই নিশ্চিত করতে চাইছেন না কাহিনীকার ও নির্মাতা। তবে ধারণা করা হচ্ছে, এটি বায়োগ্রাফি ঘরানার কিছুই হবে। যেখানে উঠে আসবে রাজ-পরী ও রাজ্যর প্রেমময় গল্প।
এর আগে হোটেল রেডিসন ব্লুতে নিজের ৩০তম জন্মদিন পালন করছিলেন পরী। সেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল আলাদা ড্রেস কোড অর্থাৎ ছেলেদের জন্য সাদা ও মেয়েদের জন্য ছিল লাল। গোটা পার্টি জুড়েই চমক রেখেছিলেন পরীমনি। বিমানের ককপিটের অনুকরণে তৈরি হয়েছিল মঞ্চ। এই থিমটা মাথায় রেখেই যাবতীয় আয়োজন হয়েছিল। অতিথিদের সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে পরীমনিকে দেখা গিয়েছিল লাল টপ ও সাদা ধুতির মতন একটি পোশাক যা আবার লুঙ্গির মতন করে কাছা দেওয়া। অর্থাৎ উরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোই উন্মুক্ত।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়