প্রায় চার মাস ধরে আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা থেকে নিউইয়র্কের বিমানে চড়েছিলেন তিনি। উদ্দেশ্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে অংশ নেওয়া এবং একই সঙ্গে সম্মাননা গ্রহণ। ওই মাসের শেষ দিকে ফেরার কথা থাকলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরেকটি অনুষ্ঠানে অতিথি হন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের জন্য সেখানে তাকে সম্মানিত করা হয়। সে অনুষ্ঠানেই শাকিব ঘোষণা দেন, নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সিনেমার শুটিং তিনি যুক্তরাষ্ট্রে করবেন। ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে শাকিব খান বলেন, নাম চূড়ান্ত না হওয়া ওই ছবির পরিচালনা করবেন হিমেল আশরাফ। যিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবিটি শাকিব খানের এসকে ফিল্মস থেকে নির্মিত হবে।
ঘোষণার প্রায় চার মাস পর আমেরিকার ওই ছবিটির নাম কি? নায়িকা কে? ভিলেন কে? অন্যান্য কোন কোন শিল্পী থাকছেন? শুটিং কোথায় হবে? এসকে ফিল্মসের সাথে অন্য কোনো প্রতিষ্ঠান সহ-প্রযোজনা করছে কিনা? পরিবেশনায় কারা থাকছে- সবই জানানো হবে আগামী ২৮ মার্চ।
কারণ দিনটি ঢাকাই ছবির শীর্ষ এই নায়কের জন্মদিন। বিশেষ এই দিনটিতেই সব চমক খোলাসা করা হবে বলে জানিয়েছেন শাকিব খান।
ছবিটি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান সমকালকে জানালেন, দেড় মাসের বেশি সময় ধরে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত আছেন। প্রতি সপ্তাহে পরিচালক হিমেল আশরাফকে নিয়ে বসছেন। স্ক্রিপ্টিং আর সংলাপের কাজ করছেন। নায়িকা ছাড়া অন্য সব কাস্টিং প্রায় চূড়ান্ত।
শাকিব বলেন, সব নিয়ম কানুন মেনেই এখানে ছবির শুটিং হবে। ফেব্রুয়ারিতে শুটিং করার চেষ্টা করেও সম্ভব হয়নি। কারণ সব প্রসেসিং করতে সময় লাগছে। আমরা সুন্দর একটা ছবি বানাতে চাই। যে ছবিটি দেখে দর্শকরা সন্তুষ্ঠ হবেন। ছবি দেখে গর্ব করবেন।'
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়