যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশ এরই মধ্যে কভিড-১৯ ভ্যাকসিনের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করেছে। আগামী জানুয়ারিতে এ তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভারত। আগস্টের মধ্যে দেশটির প্রায় ৩০ কোটি মানুষকে করোনা মোকাবেলায় ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা এগিয়ে নিতে চায় দেশটি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন পেতে যাচ্ছে। খবর বিবিসি ও আল জাজিরা।
নাম প্রকাশ না করার শর্তে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, জানুয়ারিতে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হবে। আগস্টের মধ্যে অন্তত ৩০ কোটি ভারতীয় ভ্যাকসিন পাবে। এরই মধ্যে দুটো কোম্পানি ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে। আরো ছয়টি প্রকল্পের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
গতকাল পর্যন্ত ভারতে করোনা শনাক্তের সংখ্যা এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে। করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যাও ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত বিবেচনায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভারত। আর মৃত্যুর সংখ্যায় ভারতের অবস্থান তৃতীয়। শুরুতে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্য, পৌর প্রশাসনসহ করোনার বিরুদ্ধে সম্মুখসারিতে লড়াইরত এক কোটি ভারতীয়কে ভ্যাকসিন দেয়া হবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। পরবর্তী পর্যায়ে ৫০ বছরের বেশি বয়সী ও অসুস্থরা ভ্যাকসিন পাবে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়