জান্তাবিরোধী যোদ্ধাদের হামলায় মিয়ানমারে ২০ সৈন্য নিহত

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) যোদ্ধাদের হামলায় অন্তত ২০ সৈন্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির বিভিন্ন স্থানে পিডিএফ যোদ্ধাদের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

অপরদিকে সামরিক বাহিনীর অভিযোনে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়।
 
বৃহস্পতিবার সকালে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় কারেন রাজ্যে স্থানীয় কারেন ন্যাশনাল ইউনিয়নের যোদ্ধারা দুইটি সামরিক ক্যাম্প দখল করে নেয়।

অপরদিকে বৃহস্পতিবার ইয়াঙ্গুনের সানচাউঙ্গ টাউনশিপে সামরিক এক যানে পিডিএফ যোদ্ধাদের হামলায় এক ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডারসহ সামরিক বাহিনীর তিন সৈন্য নিহত হন।

এই ঘটনার পরপরই সানচাউঙ্গে রাস্তা বন্ধ করে দেয় সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সৈন্যরা যত্রতত্র গুলি ও গালাগালি করছে।

শুক্রবার সকালে মাগউই অঞ্চলের গাঙ্গাও টাউনশিপের নান খার গ্রামে পিডিএফ যোদ্ধাদের সাথে সামরিক জান্তার সংঘর্ষ হয়।

এর আগে বৃহস্পতিবার পিডিএফ যোদ্ধাদের সাথে সংঘর্ষের পর গাঙ্গাও টাউনশিপের মিনথা গ্রামের ২০ বাড়িতে অগ্নি সংযোগ করে সৈন্যরা।
 
এই সময় বাধা দিতে গিলে ওই গ্রামে ২২ কিশোরকে হত্যা করা হয় বলে জানান গ্রামের এক বাসিন্দা।
 
১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরে ১ আগস্ট জরুরি অবস্থার মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং।

গত বছরের নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়।

গত ৭ সেপ্টেম্বর মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট দেশের সাধারণ মানুষকে সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়।

এদিকে মিয়ানমারের অবস্থা পর্যব্ক্ষেণকারী থাইল্যান্ডভিত্তিক সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে সোমবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত এক হাজার ৬২ জন নিহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
ভারত সফরে গিয়ে সুর বদলালেন চীনপন্থি মুইজ্জু

ভারত সফরে গিয়ে সুর বদলালেন চীনপন্থি মুইজ্জু

যুগান্তর
রাশিয়ার বিরুদ্ধে ৯৩ যুদ্ধবন্দি হত্যার অভিযোগ ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে ৯৩ যুদ্ধবন্দি হত্যার অভিযোগ ইউক্রেনের

মানবজমিন
লেবাননে একরাতেই ৩০ দফা বিমান হামলা ইসরায়েলের

লেবাননে একরাতেই ৩০ দফা বিমান হামলা ইসরায়েলের

জনকণ্ঠ
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ২ হাজার ছাড়ালো

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ২ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন
পাক প্রধানমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হলো জাকির নায়েকের

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে যা আলোচনা হলো জাকির নায়েকের

জনকণ্ঠ
ইসরাইল প্রতিশোধ না নিলে হামলা এখানেই শেষ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল প্রতিশোধ না নিলে হামলা এখানেই শেষ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মানবজমিন
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া