টাইসনের ঘুষি খেয়েও আমি দাঁড়িয়ে ছিলাম: বিজয় দেবারাকোন্ডা

দক্ষিণের পরিচালক পুরি জগন্নাথ আর সুপারস্টার বিজয় দেবারাকোন্ডা আবার এক হয়েছেন। মঙ্গলবার মুম্বাইয়ের রেসকোর্সের এক রেস্তোরাঁয় রাজকীয় এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় তাঁর আগামী ছবি ‘জন গণ মন’-এর কথা ঘোষণা করেন। এদিনের সংবাদ সম্মেলনে বিজয় তাঁর আগামী এই ছবির পাশাপাশি আরও নানান কথা বলেন।

 জানা গেছে, বিজয় অভিনীত ‘লাইগার’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে বিজয়ের বিপরীতে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে দেখা যাবে। আর এই ছবির অন্যতম সেরা চমক হলো খ্যাতনামা বক্সার মাইক টাইসন। তাঁকে ‘লাইগার’-এ অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে।

মাইক টাইসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমাদের এই ধরিত্রীতে চারজন সবচেয়ে বড় তারকা। আর এই চারজন হলেন মাইকেল জ্যাকসন, জ্যাকি চ্যান, ব্রুস লি, মাইক টাইসন। পৃথিবীর সব প্রান্তের মানুষ তাঁদের চেনেন। মাইকেল জ্যাকসন আর ব্রুস লি আমাদের ছেড়ে চলে গেছেন। আছেন শুধু জ্যাকি চ্যান, মাইক টাইসন। তাঁদের মধ্যে আমি মাইক টাইসনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি তাঁর সঙ্গে আড্ডা মেরেছি। একসঙ্গে বসে খেয়েছি। এমনকি টাইসনের ঘুষিও খেয়েছি। টাইসন আমার মুখে ঘুষি মেরেছিলেন, আর আমার মাথা ঝনঝনিয়ে উঠেছিল। তবে আমি কিন্তু দাঁড়িয়ে ছিলাম। ভাবুন, টাইসনের ঘুষি খেয়েও আমি দাঁড়িয়ে ছিলাম। এখন আমি যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এ ছাড়া তাঁর সঙ্গে আরও অনেক স্মৃতি আছে, যা আমি বলতে পারব না। আমার কাছে সারা জীবন তা থেকে যাবে।’

এই সাংবাদ সম্মেলনে বিজয়ের ‘জেজিএম’ ছাড়া উঠে আসে ‘পুষ্পা’, ‘আরআরআর’ ছবির সাফল্যের কথা। এই দক্ষিণি সুপারস্টার পরিচালক রাজামৌলিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘রাজামৌলি স্যার প্যান ইন্ডিয়া ছবির জন্য এক নতুন দরজা খুলে দিয়েছেন। খুব শিগগির প্যান ইন্ডিয়া ছবিকে ভারতীয় সিনেমা বলা হবে। আমরা বিগ বাজেটের হলিউড ছবি দেখে থাকি। এবার আমরা যদি আমাদের আসল ক্ষমতা দেখাই, তাহলে ওরা আমাদের দরজায় কড়া নাড়বে।’ 

তিনি আরও বলেন, ‘আমি আমার নিজস্ব এক চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শুধু ভাগ করে নিচ্ছি। আমাদের দেশের জনসংখ্যা বেশি। আর আমার মনে হয়, এটা আমাদের বড় শক্তি। হলিউডে বিগ বাজেটের ছবি বানানো হয়। ওদের স্টাররা বড়।  
এই বিভাগের আরও খবর
কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌

কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌

সমকাল
এবার মিশা-ডিপজলের কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে নিপুণ

এবার মিশা-ডিপজলের কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে নিপুণ

কালের কণ্ঠ
সিনেমার জন্য আমি সময় নেব এটা অনাকাঙ্ক্ষিত না, কাঙ্ক্ষিত

সিনেমার জন্য আমি সময় নেব এটা অনাকাঙ্ক্ষিত না, কাঙ্ক্ষিত

কালের কণ্ঠ
৩৫ কেজি ওজন বাড়িয়ে প্রশংসায় ভাসছেন নাঈম

৩৫ কেজি ওজন বাড়িয়ে প্রশংসায় ভাসছেন নাঈম

কালের কণ্ঠ
বিরতি পেরিয়ে ফের চলচ্চিত্র নির্মাণে সোহেল আরমান

বিরতি পেরিয়ে ফের চলচ্চিত্র নির্মাণে সোহেল আরমান

ভোরের কাগজ
ওয়ানপ্লাস স্মার্টফোন আসছে

ওয়ানপ্লাস স্মার্টফোন আসছে

সমকাল
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়