টি-টোয়েন্টির মঞ্চে ইংল্যান্ড-স্কটল্যান্ডের প্রথম সাক্ষাৎ আজ

ইংল্যান্ড ও স্কটল্যান্ড পাশাপাশি দুটি দেশ। ফুটবলে এই দুই দেশের বেশ প্রতিদ্বন্দ্বীতা রয়েছে। এই দুই দেশের লড়াইয়ের রয়েছে দীর্ঘ ইতিহাস। তবে ফুটবলে দীর্ঘ ইতিহাস থাকলেও ক্রিকেটে কিন্তু সেটি বিরল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই দেশের দেখা হলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো দেখা হয়নি এই দুই দলের। টি-টোয়েন্টির মঞ্চে আজই প্রথমবার সাক্ষাৎ হতে যাচ্ছে এই দুই দেশের।  মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ‘বি’ গ্রুপের ম্যাচে বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে নামবে প্রতিবেশী এই দুই দেশ।

কাগজে-কলমে ইংল্যান্ডের ধারেকাছেও নেই স্কটল্যান্ড। কিন্তু টি-টোয়েন্টিতে কাগজ-কলমের হিসেব চলে না। যেকোনো দল যেকোনো সময় যেকোনো দল উল্টে-পাল্টে দিতে পারেন ম্যাচের সব হিসেব-নিকেশ। তবে স্কটল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে থেকেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। ইংলিশদের এবারের মিশন ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার দুঃখ ঘোচানো। ভারতের মাটিতে হওয়া সেই বিশ্বকাপ ছিল বেন স্টোকসদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন। একপর্যায়ে তো ইংলিশ ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সমালোচকদের মুখ বন্ধ করতে চায় জস বাটলারের দল।

ইংল্যান্ডের এই দলটা পরিপূর্ণ বলা যায়। স্যাম কারানের মতো অলরাউন্ডার থেকে শুরু করে জোফরা আর্চার, আদিল রশিদরা নিজেদের দিনে একাই ধ্বসিয়ে দিতে পারেন প্রতিপক্ষকে। অধিনায়ক জস বাটলার তো আছেনই। ফিল সল্ট, মার্ক উডরা ব্যাটিং-বোলিংয়ে প্রতিপক্ষের জন্য যমের মতো।

ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘জয় দিয়ে যেকোনো টুর্নামেন্ট বা সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। বিশেষ করে বিশ্বকাপে শুভ সূচনা করতে পারলে, মনোবল চাঙ্গা থাকে। বিশ্বকাপে প্রথম ম্যাচে আমাদের একমাত্র জয়। এখানে প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন বলেন, ‘গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিলাম আমরা। ওই স্মৃতি এখনও আমাদের নাড়া দেয়। এবার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই আমরা। ইংল্যান্ডের মত দলকে হারানো কঠিন কাজ। তারপরও সেরা ক্রিকেট খেলতে পারলে, জয় অসম্ভব নয়।’
এই বিভাগের আরও খবর
শুরুতে গোল হজম করেও ফ্রান্সকে হারালো ইতালি

শুরুতে গোল হজম করেও ফ্রান্সকে হারালো ইতালি

মানবজমিন
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-রোনালদো

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি-রোনালদো

দৈনিক ইত্তেফাক
মুশফিক, মিরাজ, লিটন, হাসান...বাংলাদেশের সিরিজ জয়ের নায়কেরা

মুশফিক, মিরাজ, লিটন, হাসান...বাংলাদেশের সিরিজ জয়ের নায়কেরা

প্রথমআলো
পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয় বাংলাদেশের

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয় বাংলাদেশের

ভোরের কাগজ
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

দৈনিক ইত্তেফাক
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের চরম বিপর্যয়

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের চরম বিপর্যয়

জনকণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া