টুইটারে এডিট অপশন যুক্ত করবেন ইলন মাস্ক!

বহুদিন ধরেই টুইটার ব্যবহারকারীরা পোস্ট দেয়ার পর এডিট অপশন যুক্ত করার দাবি জানিয়ে আসছিল। এবার তাদের জন্য আশার আলো হয়ে এলেন ধনকুবের ইলন মাস্ক। প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন তিনি। ফলে এখন তিনি মাইক্রোব্লোগিং প্লাটফর্মটির সবথেকে বড় শেয়ারহোল্ডার। টুইটারে তার নিজেরও রয়েছে ৮ কোটিরও বেশি অনুসারী। মঙ্গলবার তিনি অনুসারীদের কাছে জানতে চান যে তারা টুইটারে ‘এডিট বাটন’ চান কিনা। ধারণা করা হচ্ছে, এরমধ্য দিয়ে জনমত যাচাই করতে চাইছেন মাস্ক। এ জন্য তিনি একটি পোল তৈরি করেন।

এতে ৭৬ শতাংশেরও বেশি মানুষ এডিট বাটনের পক্ষে ভোট দিয়েছেন।

ম্যাশাবলের রিপোর্টে বলা হয়েছে, টুইটারের সবথেকে বড় শেয়ারহোল্ডার হলেও এতে নতুন ফিচার যুক্ত করার ক্ষমতা মাস্কের আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। যদিও নিশ্চিতভাবেই কোম্পানির পরিচালকদের ওপরে তার প্রভাব এখন অনেক। কয়েক দিন পূর্বে টুইটার নিজেই এডিট বাটনের সম্ভাবনা যাচাই করে দেখেছে। অফিসিয়াল একাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, তারা এডিট বাটনের সম্ভাব্যতা যাচাই করে দেখছে। তবে এটি পোস্ট করা হয় ১লা এপ্রিল। তাই অনেকেই সন্দেহ করছেন এটি মূলত একটি এপ্রিল ফুল জোকস ছিল।

বিষয়টি নিয়ে টুইটারকে প্রশ্ন করা হলে কোম্পানিটি মজা করে জানায়, আমরা এখনো নিশ্চিত করতে পারছি না আবার অস্বীকারও করছি না, আমরা হয়ত পরে আমাদের বক্তব্য এডিট করবো। টুইটার ব্যবহারকারীরা এডিট বাটন যুক্ত করার দাবি করে আসছেন গত কয়েক বছর ধরেই। এখন যদি কেউ কোনো টুইটে ব্যাকারন বা বানান ভুল করেন তাহলে তা এডিট বা সংশোধন করার কোনো সুযোগই থাকছে না। তাকে পুরো টুইট ডিলিট করে দিতে হবে এবং পুনরায় তা পোস্ট করতে হবে। কিন্তু এটি করতে গেলে তাকে আগের টুইটের সব লাইন, রিটুইট হারাতে হবে। সম্প্রতি টুইটারের সিইও জ্যাক ডরসিও এডিট বাটনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
বিটিসিএল ডোমেইন সার্ভারে ত্রুটি, অনেক ওয়েবসাইট বন্ধ!

বিটিসিএল ডোমেইন সার্ভারে ত্রুটি, অনেক ওয়েবসাইট বন্ধ!

ভোরের কাগজ
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা আছে বুঝবেন যেভাবে

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোন কোন যন্ত্রে লগইন করা আছে বুঝবেন যেভাবে

প্রথমআলো
সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয় ‘সিম্ফনি জেড৭০’

সাধ এবং সাধ্যের অপূর্ব সমন্বয় ‘সিম্ফনি জেড৭০’

ভোরের কাগজ
ইলন মাস্ক বাদ, কে হলেন বিশ্বের শীর্ষ ধনী?

ইলন মাস্ক বাদ, কে হলেন বিশ্বের শীর্ষ ধনী?

জনকণ্ঠ
এই চশমায় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা

এই চশমায় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রথমআলো
আজ সারাদেশে বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

আজ সারাদেশে বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়