তারকাদের সমাগমে জমজমাট হবে পরিণীতি-রাঘবের বাগদান, থাকবেন কেজরিওয়ালও

 নয়াদিল্লির কাপুরতলা হাউস রীতিমতো ঝলমলিয়ে উঠেছে। কারণ, আজ এখানেই আংটি বদল করবেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। চলচ্চিত্র থেকে রাজনীতির জগতের তারকাদের আগমনে এই বাগদানের আসর আরও জমজমাট হয়ে উঠবে। জানা গেছে, হবু দম্পতির পোশাক থেকে খাবারের মেনুতে থাকবে অভিনবত্ব। অত্যন্ত রাজকীয়ভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।

বলিউড নায়িকা পরিণীতি ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার প্রেমের সম্পর্ক নিয়ে ইদানীং বিটাউন মুখর ছিল। এই চার হাত কবে এক হবে, এ নিয়ে নানা ফিসফাস শোনা যাচ্ছিল। এবার সব ফিসফাস বন্ধ হওয়ার পালা। আজ বিকেল পাঁচটা নাগাদ রাঘব ও পরিণীতির বাগদান পর্বের রীতিনীতি শুরু হয়ে যাবে। শিখ রীতিনীতি মেনে তাঁদের রোকা অনুষ্ঠান সম্পন্ন হবে। তাই অনুষ্ঠান শুরু হবে ‘আদর’ (শিখ প্রার্থনা) দিয়ে। 

এরপর ‘সুখমনি’ পাঠ হবে। আর তার পরপরই পরিণীতি ও রাঘব একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এদিন ভজন গানের আয়োজনও রাখা হয়েছে বলে জানা গেছে। এই প্রেমিকযুগল ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী। আর তাই তাঁরা সব রীতিনীতি মেনে এই বাগদান অনুষ্ঠান সম্পন্ন করতে চান। তবে এই রাতের থিম ‘বলিউড’ রাখা হয়েছে।
বাগদানের অনুষ্ঠানের নৈশভোজের মেনুতে বাহারি পদের আয়োজন রাখা হয়েছে। সবার কথা মাথায় রেখে রাতের মেনু সাজানো হয়েছে। 

পরিণীতি বলিউডের জনপ্রিয় নায়িকা। রাঘব রাজনীতির আঙিনায় বেশ জনপ্রিয়। তাই এই দুই তারকার বাগদান অনুষ্ঠানে চাঁদের হাট বসবে, তা বলার অপেক্ষা রাখে না। 

এদিন রাতে বলিউড আর রাজনীতির জগতের অনেক বড় বড় তারকাদের সমাগম হবে। পরিণীতির কাছের বন্ধু করণ জোহর বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। 

ডিজাইন মনীশ মালহোত্রা, সানিয়া মির্জাসহ বিটাউনের আরও তারকার দেখা মিলতে পারে এই রাতে। ইতিমধ্যে সাত সমুদ্র তেরো নদী পার করে কাজিন প্রিয়াঙ্কা চোপড়া এই আসরে শামিল হয়েছেন। জানা গেছে, রাঘব চাড্ডার অতিথি তালিকায় সবার ওপরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম আছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নাম এই তালিকায় আছে। সব মিলিয়ে পরিণীতি আর রাঘবের বাগদান অনুষ্ঠানে ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আগেই খবর ছিল।

এবার আসা যাক বাগদান অনুষ্ঠানের পোশাকের প্রসঙ্গে। এই রাতে সম্ভবত পরিণীতির পরনে থাকবে খ্যাতনামা ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা-চোলি। জানা গেছে, তাঁর পোশাকটি অত্যন্ত বিশেষভাবে নির্মাণ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রাফসান-জেফার

ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রাফসান-জেফার

যুগান্তর
এ আর রহমানের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তিন সন্তান

এ আর রহমানের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তিন সন্তান

কালের কণ্ঠ
সহকর্মীদের নিয়ে ‘দরদ’ দেখবেন শাকিব

সহকর্মীদের নিয়ে ‘দরদ’ দেখবেন শাকিব

বাংলা ট্রিবিউন
নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা

নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা

যুগান্তর
মেহজাবীনের সিনেমা এবার এশিয়ার প্রাচীনতম উৎসবে

মেহজাবীনের সিনেমা এবার এশিয়ার প্রাচীনতম উৎসবে

কালের কণ্ঠ
শাকিবের ‘দরদ’ প্রথম দিন কেমন গেল

শাকিবের ‘দরদ’ প্রথম দিন কেমন গেল

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া