তাসকিনের কাছে গতি ও আগ্রাসন চান ডোনাল্ড

বাংলাদেশ ক্রিকেট দলের অ্যাকিলিস হিল ধরা হতো পেস বোলিংকে। দীর্ঘদিন এক মাশরাফী ছাড়া ছিল না ভালো কোন পেসার। টেস্ট ক্রিকেট থেকে যখন এই সাবেক অধিনায়ক সরে গেলেন তখন একাদশে পেসার রাখতেই হিমশিম খাচ্ছিল নির্বাচকরা। তবে সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে একটা বিপ্লব এসেছে জাতীয় দলে। যার নেতৃত্বভার বলা চলে তাসকিন আহমেদের কাঁধে। গতিময় পেসারকে দেখে মুগ্ধ বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। তাসকিনের কাছে এই কিংবদন্তি পেসারের চাওয়া গতি ও আগ্রাসন।

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিত ছিল বাঁহাতি পেসারের জন্মভূমি বলে। মোহাম্মদ রফিক থেকে শুরু করে আবদুর রাজ্জাক, সাকিব আল হাসানের মতো বিশ্বমানের বাঁহাতি স্পিনার জন্ম দিয়েছে বাংলাদেশ। কিন্তু জেনুইন একটা পেস বোলারের জন্য হাহাকার সূচনালগ্ন থেকেই। মাশরাফীর আবির্ভাবে আশার আলো জ্বলেছিল কিন্তু একের পর এক ইনজুরি তো তার সেরাটা পেতেই দেয়নি দেশকে। তাই পেস বোলিং নিয়ে আক্ষেপটা থেকে গেছে।

তবে সাম্প্রতিক কালে একের পর এক পেসার আসছে দেশের ক্রিকেটাঙ্গনে। মুস্তাফিজের আবির্ভাব সীমিত ওভারের ক্রিকেটে তো আশীর্বাদ। তবে সব ফরম্যাটে বল করার মতো পেসারের সন্ধান বাংলাদেশ পেল মাত্রই। এক পেসার নিয়ে একাদশ সাজানো টাইগারা এখন টেস্ট একাদশ সাজায় তিন পেসার নিয়ে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও একাদশে ছিল তিন পেসার। এ সবই সম্ভব হয়েছে এবাদত, খালেদ, শরিফুল ইসলামরা উঠে আসায়। তবে বিপ্লবটা শুরু কিন্তু তাসকিন আহমদকে দিয়েই।

জাতীয় দল থেকে বাদপড়ার পর ফের যখন জাতীয় দলে তাসকিন ফিরেছেন তখন তিনি এক পরিপূর্ণ পেসার। গতি-আগ্রাসনে প্রতিপক্ষের ব্যাটারের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো যিনি। পরিশ্রম ও নিবেদনে যেভাবে নিজেকে বদলে ফেলেছেন সেটা অনুপ্রেরণা দিচ্ছে বাকিদেরও। তাতে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের পেস আক্রমণ। এই তাসকিনকে দেখে মুগ্ধ বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

বাংলাদেশের বোলিং কোচ হওয়ার পর ডোনাল্ডের সঙ্গে খুব একটা অনুশীলনের সুযোগ পাননি তাসকিন। প্রোটিয়া সফরের ঠিক আগে দায়িত্ব পান ডোনাল্ড। অন্যদিকে সেই সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তাসকিন। তখন থেকেই দলের বাইরে এই পেসার। তাই বোলিং কোচের সঙ্গে প্রথমবার দীর্ঘ আলাপের সুযোগ মূলত তিনি পাচ্ছেন এই ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলতে না পারলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে আছেন তাসকিন। রঙিন পোশাকের এই সিরিজ শুরুর আগে মঙ্গলবার (২৮ জুন) সেন্ট লুসিয়ায় দলীয় অনুশীলনে কাজ করেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে। সেখানে ডোনাল্ড তাসকিনকে গতি আর আগ্রাসন ধরে রাখার বার্তা দিয়েছেন।

ডোনাল্ডের সঙ্গে কী আলোচনা হয়েছে তা পরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই পেসার। তিনি বলেন, 'আমি ওর (ডোনাল্ড) সঙ্গে কথা বলছিলাম যে আমি ইনজুরি থেকে এসেছি এখন আমার দায়িত্বটা কী হবে? ও আমাকে এটাই বুঝাতে চাচ্ছিল যে, তুমি যে টাইপের বোলার, তোমার দায়িত্ব হচ্ছে গতি আর আগ্রাসন। কিছু সময় তুমি অনেক রান দেবে, কিছু সময় তুমি একাই উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেবে- কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি নিজেকে সরাবে না। তোমার যেটা রোল, সেটাতেই তুমি দৃষ্টি রাখো। দিন যত যাবে, রিদম আরো ভালো হবে। ‌আমরা আরো কাজ করব সামনে।'

ইনজুরি থেকে ফিরে ফের ক্রিকেটে ফিরতে পেরে আনন্দিত তাসকিন। পুরো একটা অনুশীলন সেশন শেষ করে তিনি বলেন, 'আল্লাহর রহমতে খুবই ভলো লাগল যে প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম। ফিল্ডিং, বোলিং ব্যাটিং সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল, তারপর যখন শুরু করলাম সব কিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।' 
এই বিভাগের আরও খবর
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

মানবজমিন
বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

সমকাল
ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

কালের কণ্ঠ
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

কালের কণ্ঠ
দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দৈনিক ইত্তেফাক
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

যুগান্তর
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া