সোমবার দীর্ঘ সময়ের জন্য বিঘ্নিত হয়েছে অ্যাপলের বিভিন্ন পরিষেবা। অ্যাপ স্টোর, আইমেসেজ, ম্যাপস, অ্যাপল আর্কেড, দ্য আইটিউনস স্টোর, পডকাস্ট ও অ্যাপল টিভির মতো সেবা বিঘ্নিত হয়েছে। অ্যাপলের কিছু কিছু নেটওয়ার্ক তিন ঘণ্টা পর্যন্ত বন্ধ ছিল। অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেইজে দেখা গেছে, সবগুলো সেবা পুনরায় স্বাভাবিক হয়েছে। খবর দ্য ভার্জ।
ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাতে জানা গেছে, প্রায় চার হাজারেরও বেশি অ্যাপল মিউজিক গ্রাহক সমস্যায় পড়ার কথা জানিয়েছেন। আইক্লাউডেরও প্রায় সমসংখ্যক ব্যবহারকারী জটিলতার কথা বলেছেন। অবশ্য ঘণ্টাখানেক বাদে একে একে সব পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাপলের সবগুলো পরিষেবা স্বাভাবিক হয়েছে।
ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানান, শুধু ভোক্তা পর্যায়েই নয় অ্যাপলের নিজস্ব ট্যুলস ও পরিষেবা বিঘ্নিত হয়েছে। অ্যাপল স্টোরের কর্মীদের খাতা-কলমে কার্যক্রম চালাতে হয়েছে।
আর্স টেকনিকার এক প্রতিবেদনে ক্ষতিগ্রস্থ অ্যাপল পরিষেবার একটি তালিকা করা হয়েছে। তার মধ্যে রয়েছে-আইক্লাউড, ডেভলপার অ্যাপল, অ্যাপল মিউজিক, অ্যাপল ম্যাপস, আইমেসেজ, অ্যাপল ফিটনেস প্লাস, অ্যাপ স্টোর, আইক্লাউড প্রাইভেট রিলে, আপডেট সার্ভার, ফেইসটাইম, ফাইন্ড মাই, অ্যাপল টিভি, অ্যাপল টিভি প্লাস, অ্যাপ স্টোর কানেক্ট, ডেভেলপার সিস্টেম স্ট্যাটাস পেজ, অ্যাপল পডকাস্টস, অ্যাপল ডট কম ট্রেড-ইনস, গ্লোবাল সার্ভিস এক্সচ্যাঞ্জ, ডিভাইস অ্যাক্টিভেশন, অ্যাপল কার্ড, সিরি, অ্যাপল সাপোর্ট অ্যাপ, ইজিপে, অ্যাপল আর্কেড, অ্যাপল বিজনেস ম্যানেজার, অ্যাপল স্কুল ম্যানেজার, আইটিউনস স্টোর, রেডিও, স্কুলওয়ার্ক।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়