তিন দিনের আগাম জামিন পেলেন ইমরান খান

সন্ত্রাসবাদের মামলায় তিন দিনের আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সোমবার (২২ আগস্ট) ইসলামাবাদের হাইকোর্ট ২৫ আগস্ট পর্যন্ত ইমরানের জামিনের আবেদন মঞ্জুর করেন।

সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার এড়াতে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ইমরান খান। পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে আবেদনটি দাখিল করেন পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান।  

আবেদনে বলা হয়, যখনই তলব করা হবে ইমরান খান তখনই আদালতে হাজির হতে প্রস্তুত। যদিও ইসলামাবাদ হাইকোর্টের রেজিস্ট্রারের অফিস আবেদনটি নিয়ে প্রাথমিকভাবে কিছু আপত্তি উত্থাপন করেছিল। 

সম্প্রতি ইসলামাবাদে এক সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেয়ায় ম্যাজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের ভিত্তিতে মারাগালা থানায় রোববার (২১ আগস্ট) রাতে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।  

এফআইআরে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ওই সমাবেশ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেন। পুলিশ কর্মকর্তা ও বিচার বিভাগকে আইনি বাধ্যবাধকতা পালনে বাধা দেয়াই এ হুমকির মূল উদ্দেশ্য।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মামলার পর ইমরানের বাড়ি বাড়ি ঘিরে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।  

অন্যদিকে জিও নিউজ বলছে, ইমরান খানকে গ্রেফতার করতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লিখিত অনুমতি চেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ইমরানকে গ্রেফতারের বিরোধিতা করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অন্যতম প্রধান নেতা আসিফ আলী জারদারি। পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোটের অন্যতম বড় অংশীদার পিপিপি। 

এর আগে নিজের চিফ অব স্টাফ শাহবাজ গিলকে গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে পুলিশ, আমলা, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়ার পাশাপাশি বিচার বিভাগকেও সতর্ক করেন ইমরান খান।  

শনিবার (২০ আগস্ট) ইসলামাবাদে এক সমাবেশে তার দলের প্রতি ‘পক্ষপাতদুষ্ট’ মনোভাব দেখানোয় এর পরিণতির জন্য বিচার বিভাগকে প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেন সাবেক পাক প্রধানমন্ত্রী।  

সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, এদিন ইসলামাবাদে সিআরপিসির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) ১৪৪ ধারা এবং এমপিওর (মেইনটেনেন্স অব পাবলিক অর্ডার) ১৬ ধারা আরোপ করা সত্ত্বেও ইমরান খানের নেতৃত্বে পিটিআইয়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দলীয় এ সমাবেশে যোগ দেন। 
এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়