সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’-এর গান ‘বেশারাম রঙ। ’ গানটি মুক্তির পরপরই ঝড় তোলে অনলাইনে। তবে একদিকে যেমন প্রশংসার ফুলঝুড়ি, অন্যদিকে গানটিকে ঘিরে জন্ম নিয়েছে তুমুল বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ব্যঙ্গ করা হচ্ছে শাহরুখ-দীপিকাকে নিয়ে।
এতটা আবেদনময়ী লুকে প্রথমবারের মতো পর্দায় এলেন দীপিকা। কেউ কেউ মনে করেন গানটি একদম সস্তা টাইপের হয়েছে। কারো মতে, শাহরুখের সিনেমায় এমন গান প্রত্যাশা করেননা ভক্তরা। আবার কেউ কেউ গানের শেষ অংশে ‘গেরুয়া’ রঙ ব্যবহারের বিরোধিতা করেছেন। অনেকে আবার দীপিকার বিকিনি লুকের প্রতিবাদে সরব হয়েছেন।
তবে নেটিজেনদের বিরোধিতা ও ব্যঙ্গাত্মক মন্তব্যের বিরুদ্ধে গিয়ে দীপিকার পাশে দাড়ালেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ রাজ লিখেছেন, “বেশারাম ধর্মান্ধ। যখন গেরুয়া পোশাক পরিহিত পুরুষরা ধর্ষকদের গলায় মালা পরিয়ে দেয়, ঘৃণাত্মক বক্তব্য দেয়, গেরুয়া পরিহিত দালালরা বিধায়ক হয়, যখন গেরুয়া পরিহিত স্বামীজি নাবালিকাদের ধর্ষণ করে, তখন সব ঠিক থাকে! তাহলে সিনেমাতে গেরুয়া পোশাক কেন নয়?” এভাবেই টুইটারে প্রশ্ন ছুঁড়ে দেন প্রকাশ রাজ।
এদিকে গানটি প্রকাশের পর সমালোচনা করেছেন ভারতের মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশরা। তিনি বলেছেন, “দীপিকার পোশাকটি চরম বিতর্কিত এবং গানটি নোংরা মানসিকতা নিয়ে তৈরি করা হয়েছে। গানের দৃশ্য এবং পোশাক পরিবর্তন করা উচিত। নয়তো আমাদের মধ্যপ্রদেশে গানটি প্রদর্শনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্মাতাদের। ”
শুধু স্বরাষ্ট্রমন্ত্রীই নন, মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলের নেতা গোবিন্দ সিংও অভিযোগ করেছেন গানটি নিয়ে। তিনি বলেছেন, ‘গানের দৃশ্য এবং পোশাক অত্যন্ত আপত্তিকর। ভারতীয় সংস্কৃতিতে এ ধরনের জিনিস গ্রহণযোগ্য নয়। ’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়