রমজানে মক্কা-মদীনায় জেয়ারতকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও সহযোগিতায় লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রেই তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদেই প্রবেশ করতে স্মার্টফোনে ব্যবহার উপযোগী সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্ভাবিত তাওয়াক্কালনা অ্যাপের সহযোগিতা প্রয়োজন হচ্ছে।
তাওয়াক্কালনা অ্যাপে প্রদর্শিত জেয়ারতকারীর স্বাস্থ্যগত অবস্থা ও প্রবেশের অনুমোদনের ভিত্তিতেই দুই পবিত্র মসজিদে তাদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। শুধু রোগ প্রতিরোধের সক্ষমতা অর্জনকারী ব্যক্তিদের তিনটি ভিন্ন ক্যাটাগরিতে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
তিনটি ক্যাটাগরি হলো; করোনা সংক্রমণ প্রতিরোধে যারা দুই ধাপের টিকা শেষ করেছেন, করোনারোধী টিকার প্রথম ধাপ নেয়ার পর যারা ১৪ দিন পার করেছেন এবং যারা এর আগে করোনা সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন।
তবে জেয়ারতকারীদের দুই পবিত্র মসজিদে প্রবেশের অনুমতির জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্ভাবিত ইতমারনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে হয়। জেয়ারতকারীর আবেদন গ্রহণ করা হলে তা তার তাওয়াক্কালনা অ্যাপের সাথে সংযুক্ত করে দেয়া হয়।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়