নতুন বিপদে আরিয়ান খান

প্রমোদতরীতে মাদক কাণ্ডে আরো তিনজনকে আজ বুধবার গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। এই নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করা হলো। ধৃতদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে, ২৩ বছর বয়সী আরিয়ান খান। এ দিকে, আজ মুম্বই পুলিশ জানিয়েছে, প্রমোদতরীতে পার্টি করার জন্য তাদের কাছ থেকে কেউ প্রয়োজনীয় অনুমতি নেয়নি। মহামারির সময়ে এই পার্টিতে কোভিড-বিধি ভঙ্গ হয়েছে কি না, তার তদন্ত করতে আজ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে মুম্বই পুলিশ।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা মঙ্গলবার জানান, প্রমোদতরীটি কেন মুম্বাই থেকে গোয়া যাচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছেন তারা। এ বিষয়ে তারা কথা বলছেন প্রমোদতরীটির সংস্থা, সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং মুম্বাই পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে। এই কর্মকর্তার কথায়, ‘কোভিড পরিস্থিতিতে রাজ্যে এখন বিপর্যয় মোকাবিলা আইন চালু রয়েছে। মুম্বাইসহ গোটা রাজ্যে যেকোনো অনুষ্ঠান বা পার্টির জন্য পুলিশের অনুমতি নেয়া আবশ্যক। কিন্তু এই প্রমোদতরীটির জন্য সে ধরনের কোনো অনুমতি নেয়া হয়নি।’
 
এই পুলিশ কর্মকর্তার মতে, ‘অনুমতি ছাড়া পার্টির আয়োজন করে অতিমারি আইনের ১৮৮ নম্বর ধারা ভাঙা হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করছি আমরা।’ মহারাষ্ট্রে এখন ১৪৪ ধারা জারি থাকায় সাধারণভাবে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। আইনের ফাঁক গলে তাই জন্যই প্রমোদতরীটিকে গোয়াতে নিয়ে গিয়ে পার্টি করা হচ্ছিল কি না, ওই প্রশ্নই তুলেছে মুম্বাই পুলিশ।

রোববার আরব সাগরের বুকে এই প্রমোদতরী থেকে আরিয়ান ও তার দুই বন্ধুসহ আটজনকে আটক করা হয়েছিল। দীর্ঘক্ষণ জেরা করার পর ওই দিনই তাদের গ্রেফতার করে এনসিবি। গত সোমবার তাদের জামিনের শুনানি ছিল। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দিয়ে আরিয়ানদের ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকার নির্দেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আর এম নারলেকর। আদালতে এনসিবির আইনজীবী দাবি করেছিলেন, আরিয়ান এবং তার দুই বন্ধু আরবাজ় মার্চেন্ট ও মুনমুন ধমেচার হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে তাদের সাথে বিদেশী মাদকপাচারকারীদের যোগাযোগের কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। তাদের আরো দাবি, মাদকের দাম কিভাবে দেওয়া হবে, তা নিয়েও অসংখ্য চ্যাট রয়েছে শাহরুখ পুত্রের ফোনে।
 
আরিয়ানদের জিজ্ঞাসাবাদ করেই এনসিবি গোয়েন্দারা শ্রেয়স নায়ার নামে ২৩ বছর বয়সী এক মাদক পাচারকারীর সন্ধান পেয়েছিলেন। গত কাল মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে আজ মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শ্রেয়সসহ চার জনকে আদালতে তোলা হলে তাদের ১১ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক নারলেকর। এদের বিরুদ্ধে মাদক তৈরি, সাথে রাখা ও কেনাবেচার অভিযোগ আনা হয়েছে।

কাল শাহরুখ খানদের পাশে দাঁড়িয়ে কংগ্রেস এমপি শশী তারুর টুইট করেছিলেন, ‘একটি ২৩ বছরের ছেলের সাথে যে আচরণ করছে সংবাদমাধ্যম, তা সমর্থনযোগ্য নয়।’
এই বিভাগের আরও খবর
জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

সমকাল
পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

নয়া দিগন্ত
স্বামীসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী স্পর্শিয়া

স্বামীসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী স্পর্শিয়া

ভোরের কাগজ
শাহরুখ নারীদের অত্যন্ত সম্মান করেন : নয়নতারা

শাহরুখ নারীদের অত্যন্ত সম্মান করেন : নয়নতারা

কালের কণ্ঠ
শুটিংয়ে গুরুতর আহত কোয়েল, কী হয়েছে অভিনেত্রীর

শুটিংয়ে গুরুতর আহত কোয়েল, কী হয়েছে অভিনেত্রীর

প্রথমআলো
চয়নিকা-বুবলীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য পরীমনির

চয়নিকা-বুবলীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য পরীমনির

যুগান্তর
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়