'ফেসবুক প্রটেক্ট' সচল না করলে অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে- অনেক ফেসবুক ব্যবহারকারীই এমন বার্তা পেয়েছেন। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া না হলেও প্রটেক্ট সচল না করা পর্যন্ত অ্যাকাউন্ট লকড রাখা হবে। গত ১৭ ডিসেম্বর ছিল প্রাথমিকভাবে ফিচারটি চালু করার সর্বশেষ সময়। তবে অনেকেই নোটিফিকেশন পেলেও ফেসবুক প্রটেক্ট ফিচার চালু করেনি। এ কারণে গত ১৭ মার্চ বেশ কিছু অ্যাকাউন্ট লকড করা হয়েছে বলে জানাচ্ছে ভুক্তভোগীরা। মূলত সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকারকর্মীদের মতো ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তায় ফিচারটি চালু করে ফেসবুক।
এজন্য প্রাথমিকভাবে এটি বলা যায়, 'ফেসবুক প্রটেক্ট' নিরাপত্তা সুবিধাটি সবার জন্য নয়। ফেসবুক প্রটেক্ট নোটিফিকেশন না পেলে চাইলেও তা চালু করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে, বাংলাদেশের অনেকেই এই নোটিফিকেশন পেয়েছেন। বিশেষ করে যাদের অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল তাদের পাওয়ার সম্ভাবনা বেশি।
চালু করলে কী হবে?
মূলত সাইবার হামলার ঝুঁকিতে আছেন এমন ব্যবহারকারীদের জন্য দ্বিস্তর বিশিষ্ট পরিচয় নিশ্চিতকরণ ফিচার 'ফেসবুক প্রটেক্ট'। ফিচারটি অ্যাকাউন্টের মৌলিক নিরাপত্তার বিষয়গুলো যেমন ইউজার নেম, পাসওয়ার্ড বা টু-ফ্যাক্টর অথেনটিফিকেশনের পাশাপাশি আরও কিছু বাড়তি নিরাপত্তা দেবে। যদি সুবিধাটি সচল করেন, তবে ফেসবুক আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেবে। যেমন হ্যাকিংয়ের চেষ্টা হচ্ছে কিনা, তা নিয়মিত পর্যবেক্ষণ করা।
পেজের ক্ষেত্রে সব অ্যাডমিনের পোস্ট প্রকাশের জন্য নতুন করে অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যারা ওই গুরুত্বপূর্ণ পেজগুলো ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তাদের ফেসবুক অ্যাকাউন্ট একটির বেশি থাকা চলবে না, অবশ্যই নিজের আসল নাম ব্যবহার করতে হবে এবং নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে বলা হবে। পাশাপাশি যে দেশে অবস্থান করছেন, সেটাও নিশ্চিত করতে হবে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়