দক্ষিণ ফরাসির উপকূলের কান উৎসব ঘুরে পশ্চিমের অস্কারে গেছে ‘রেহানা মরিয়ম নূর’। এরমধ্যেই আগামী ১২ নভেম্বর স্বদেশীরা দেখতে পারবেন ছবিটি। দেশের ১০টি প্রেক্ষাগৃহে আসছে এটি।
তাই আলোচনার অনেকটাজুড়ে রয়েছেন এর নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, বাকি অংশে আছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
কানের লালগালিচাসহ নানাস্থানে ‘দারুণ’ জুটি হিসেবে পাওয়া গেছে তাদের। ব্যক্তিগত জীবনেও ভালো বন্ধু তারা। কথায়-বার্তায় তার খানিকটা রেশ পাওয়ায় যায়।
যেমনটি বাঁধন বললেন, ‘সে (সাদ) নিজেকে নিয়ে একদমই ভাবে না। অনেক কেয়ারলেস। ও নিজেকে যেভাবে মেইনটেইন করে বাস্তবে কেউ কল্পনাও করতে পারবে না।’
সাদ সম্পর্কে বাঁধন আরও বলেন, ‘যে সময়ে সবাই টাকার পেছনে ছুটছে, একই সময়ে সাদের পেছনে মানুষ টাকা নিয়ে ঘুরছে। অথচ সে টাকার দিকে ফিরেও তাকাচ্ছে না! এই ক্ষমতা খুব কম মানুষের থাকে।’
বাঁধন কথাগুলো বলেছেন বাংলা ট্রিবিউনের নতুন লাইভ শো ‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে যুক্ত হয়ে। ফেসবুক লাইভে এ আয়োজনটি সঞ্চালনা করেছেন মাহমুদ মানজুর। প্রযোজনায় জনি হক।
শুধু ‘রেহানা মরিয়ম নূর’ নয়, বাঁধন মনখোলা কথা বলেছেন বলিউডের ‘খুফিয়া’ ও সহশিল্পী টাবুকে নিয়ে। বলেছেন তার প্রথম প্রেম, প্রথম চিরকুট পাওয়াসহ জীবনের নানা বাঁকের কথা। আলাপ করেছেন দেশের অন্যতম চার তারকা শিল্পী মোশাররফ করিম, জয়া আহসান, আফরান নিশো আর জিয়াউল ফারুক অপূর্বকে নিয়েও।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়