নিলামে বিক্রি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল

নিলামে বিক্রি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ট্রাইসেরাটপস ডাইনোসরের কঙ্কাল। ৬ কোটি ৬০ লাখ বছর বয়সী এই জায়ান্ট কঙ্কাল বিক্রি হতে পারে ১৪ লাখ ডলার থেকে ১৭ লাখ ডলারে। এই কঙ্কালের নাম দেয়া হয়েছে বিগ জন। এর দৈর্ঘ্য ৮ ফুট ৭ ইঞ্চি। ৬ ফুট ৭ ইঞ্চি চওড়া। সবচেয়ে বড় দুটি শিং ৩ ফুট ৭ ইঞ্চি করে লম্বা। আর তা চওড়া ১১.৮ ইঞ্চি। কিন্তু শিং দুটি গোড়ার দিকে ৩০ সেন্টিমিটার বেশি চওড়া।

নিলামকারী প্রতিষ্ঠান বাইনোচে এট গিকুয়েলো’র দেয়া তথ্যে এসব কথা বলা হয়েছে। তারা আরো বলছে, এই ডাইনোসর ১৬ টন চাপ বহন করতে সক্ষম। এই ডাইনোসর বসবাস করতো লারামিডিয়াতে। এটি হলো একটি দ্বীপ, যা বিস্তৃত হয়েছে বর্তমানের আলাস্কা থেকে মেক্সিকো পর্যন্ত। প্রাচীনকালে সাউথ ডাকোটায় বর্তমানে যেটা হেল ক্রিক, সেখানকার সমতলে বন্যায় মারা গিয়েছিল এসব ডাইনোসর। ২০১৪ সালের মে মাসে ভূ-বিজ্ঞানী ওয়াল্টার ডব্লিউ স্টেইন বিল এই ডাইনোসরের কঙ্কালের সন্ধান পান। এর এক বছর পরে খনন করে মাটি থেকে বের করে আনা হয় কঙ্কাল। তারপর এটা সংরক্ষণ করা হয় ইতালিতে।

বিগ জনের অবশিষ্টাংশ মাটির ভিতর সংরক্ষিত ছিল। তবে তখনও এর শরীরের শতকরা ৬০ ভাগের বেশি ছিল অক্ষত। মোট কঙ্কালের শতকরা ৭৫ ভাগ উদ্ধার করা হয়েছিল। বৃটেনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের মতে, এ যাবত বিশ্বে ডাইনোসরের যত বৃহৎ কঙ্কাল আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম ট্রাইসেরাটপসের কঙ্কাল এবং পৃথিবীতে যেকোনো প্রাণির মধ্যে তারা ছিল বিস্ময়কর। এই জাতের তৃণভোজী পশুর ওজন দাঁড়াতে পারে ৫৫০০ কিলোগ্রাম পর্যন্ত। আর তাদের দৈর্ঘ্য হতে পারে ৯ মিটার বা ২৯ ফুট পর্যন্ত। নিলামকারীরা বলেছে, বিগ জন এ প্রজাতির মধ্যে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় প্রাণি। এর দৈর্ঘ্য ৮ মিটার। প্রাণিটি গত ক্রিটাসেরাস সময়ে পৃথিবীতে বিচরণ করতো। তা প্রায় ৬ কোটি ৮০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগের কথা। আর তাদেরকে দেখা যেতো বর্তমানের যুক্তরাষ্ট্রে। 
এই বিভাগের আরও খবর
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ঢাকা সফরে এলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সফরে এলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

নয়া দিগন্ত
এবার জাপানে ভূমিকম্পের আঘাত

এবার জাপানে ভূমিকম্পের আঘাত

নয়া দিগন্ত
প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন সিসি

প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন সিসি

যুগান্তর
ভূমিকম্পের পর জাপান, তাইওয়ান আর ফিলিপাইনে সুনামির হুঁশিয়ারি

ভূমিকম্পের পর জাপান, তাইওয়ান আর ফিলিপাইনে সুনামির হুঁশিয়ারি

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়