পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

লকডাউনের মধ্যে ১০ নং ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজন করা নিয়ে বেশ অস্বস্তির মধ্যে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য সমালোচনার ঝড় ওঠে সবদিক থেকে। সমালোচনার ঝড় ওঠে নিজ দলের ভেতরেও। কিন্তু এবার হুমকির মুখে পড়েছে তার প্রধানমন্ত্রীর পদ। তার নেতৃত্বের যোগ্যতা নিয়ে এমপিদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হাউজ অব কমন্সে আয়োজিত প্রাইম মিনিস্টার’স কোয়েশ্চেনে। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, নতুন এমপিদের ২০ জনের একটি দল গতকাল স্থানীয় সময় সকালে বরিস জনসনের নেতৃত্বের প্রতি অনাস্থা চিঠি পাঠিয়েছে। যদি ৩৬০ টোরি এমপির মধ্যে ৫৪ জন এমন অনাস্থা চিঠি পাঠান তবে নতুন নেতৃত্বের জন্য প্রতিযোগিতা সৃষ্টি হবে। এখন পর্যন্ত সাতজন টোরি এমপি এমন চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। তবে সঠিক সংখ্যাটি বলতে পারবেন কনজারভেটিভ ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান এমপি স্যার গ্রাহাম ব্র্যাডি। তিনিই অনাস্থা চিঠিগুলো গ্রহণ করছেন এবং গণনার দায়িত্বে আছেন।

তবে প্রতিরক্ষামন্ত্রী জেমস হেপ্পি তার টোরি সহকর্মীদের ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান। তার মতে, দেশের এমন পরিস্থিতিতে এখন নেতা পরিবর্তন করার সঠিক সময় নয়।

অন্যদিকে, সিভিল সার্ভেট স্যু গ্রের ডাউনিং স্ট্রিটের পার্টি-সংক্রান্ত বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন অনেক কনজারভেটিভ। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং অনাস্থা চিঠির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।

সম্প্রতি ২০১৯ সালে নির্বাচনের নির্বাচিত এমপিদের ২০ জন ‘পর্ক পাই প্লট’ নাম দিয়ে একটি সভার আয়োজন করেন। সেখানেই তারা প্রধানমন্ত্রীর বিষয়ে আলোচনা করে অনাস্থা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন। এই ২০ জনের অর্ধেকেরই চিঠি পাঠানো হয়ে গেছে বলে দাবি করেন এক এমপি।

প্রায় এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী বরিস এবং সরকারের মন্ত্রীরা সবার প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন তারা যেন স্যু গ্রের আনুষ্ঠানিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করেন। কিন্তু সেই অপেক্ষা করার মতো ধৈর্য সংসদের নতুন সদস্যদের ছিল না বলেই মনে হয়। সেই সঙ্গে যে হারে নিজ দলের মধ্যেই অস্থিরতা বাড়ছে তাতে বরিসের পক্ষে দলের নেতৃত্ব দেয়া কঠিন হয়ে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এর আগে ২০২০ সালের ২০ মে লকডাউনের কড়াকড়ির মধ্যে ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করেন বরিস জনসন। গত মঙ্গলবার তিনি জানান, এ পার্টিতে যে কভিড নীতি লঙ্ঘন হতে পারে, এ ব্যাপারে কেউ তাকে সতর্ক করেননি। এজন্য তিনি বারবার ক্ষমা চেয়েছেন।

যদিও তার প্রাক্তন উপদেষ্টা ডমিনিক কামিংস বলছেন ভিন্ন কথা। এ ইভেন্টের বিষয়ে একটি মেইল পাঠিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন বলে জানান তিনি। তার অভিযোগ, ডাউনিং স্ট্রিটের পার্টিতে তার সম্পৃক্ত থাকার ব্যাপারে বরিস জনসন সংসদে মিথ্যাচার করেছেন। স্যু গ্রের প্রতিবেদনে পার্টিতে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তিনি পদত্যাগ করবেন বলেও জানান।

এমন একটি ইভেন্ট আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর সহযোগীদের দোষারোপ করেন তিনি। কারণ তার মতে, এসব আয়োজন প্রধানমন্ত্রীর সহযোগীরাই করে থাকেন, তিনি নিজে কিছু করেন না। তিনি বলেন, তার টিমের উচিত ছিল তার পাশে থাকা।
এই বিভাগের আরও খবর
‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

প্রথমআলো
প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

সমকাল
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া