পশ্চিমবঙ্গে বড় জয় তৃণমূলের

তৃণমূলের হাতেই থাকল ভারতের পশ্চিমবঙ্গের নেতৃত্ব। মোদি-শাহের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিধানসভা নির্বাচনে বড় জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পাচ্ছে তৃণমূল।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আট ধাপে নেয়া ভোট গণনা হয় গতকাল। রাত একটা পর্যন্ত ভোট গণনার সর্বশেষ পাওয়া তথ্য বলছে, রাজ্যের ২৯২ আসনের ২১৪টিতেই জয় পেতে যাচ্ছেন তৃণমূলের প্রার্থীরা। বিজেপি এগিয়ে ৭৬টি আসনে।

বিপুল ভোটে তৃণমূলের জয়ের প্রতিক্রিয়ার শুরুতেই রাজ্যবাসীকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এ জয় বাংলার জয়, বাংলার মানুষের জয়। এ জয় ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ২২১ আসনে জয়ের। এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবেলা করা।’

মমতা বলেন, ‘এবার সত্যিই খেলা হয়েছে। আর সেই খেলায় আমরা জিতেছি। তাই আমি গ্রামের বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার ফুটবল উপহার দেব। কেন্দ্রীয় সরকারের কাছে বিনা মূল্যে ভ্যাকসিন চাইব। না দিলে আন্দোলনে নামব। করোনার কারণে এখন বিজয় উৎসব নয়। করোনা গেলে আমরা কলকাতার ব্রিগেডে বিজয় উৎসব করব।’

এবারের বিধানসভা নির্বাচনে আসন ও ভোটপ্রাপ্তির দিক থেকে রেকর্ড সংখ্যক ফল ঘরে তুলতে যাচ্ছে তৃণমূল। এর আগে কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচনে এত আসন পায়নি তারা। শতাংশের হিসাবেও এবারই মমতার দলের ঝুলিতে সবচেয়ে বেশি ভোট। ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪৮ শতাংশের বেশি ভোট পেতে চলেছে তৃণমূল। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে মোট ছয়টি লোকসভা ও পাঁচটি বিধানসভা ভোটে লড়েছে তৃণমূল। বিধানসভা ভোটের দিক থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ফল হয়েছিল ২০১৬ সালে। ৪৪ দশমিক ৯১ শতাংশ ভোট পেয়ে ২১১টি আসনে জিতেছিল জোড়াফুল। ভোট শতাংশের পাশাপাশি আসন প্রাপ্তির হিসাবেও এবার সেই সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে তারা। এর আগে ২০১১ সালের বিধানসভা ভোটে ৩৮ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়ে ১৮৪টি আসন দখল করেছিল তৃণমূল। তবে সেবার তারা লড়েছিল ২২৬টি আসনে।

তৃণমূল কংগ্রেসের বড় জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কভিড-১৯ মহামারী থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে। নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা। এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এ জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।’
এই বিভাগের আরও খবর
পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

নয়া দিগন্ত
‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

প্রথমআলো
প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

সমকাল
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া