পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সিপিএমের ২৬তম রাজ্য সম্মেলন। প্রমোদ দাশগুপ্ত ভবনে মঙ্গলবার শুরু হয়েছে সম্মেলন। দলের বর্ষীয়ান নেতা বিমান বসু সম্মেলন শুরুর আগে পতাকা উত্তোলন করেন। সম্মেলনে নেতারা রাজ্যে দলের দুঃসময়ের দিকে নজর দেবেন এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে শুরুতে।
রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন পেশ করতে গিয়ে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এ রাজ্যের কমিউনিস্ট পার্টিকে স্বাধীনতার পর থেকে কখনও এমন কঠিন অবস্থায় পড়তে হয়নি। তিনি বলেন, বিজেপি আর তৃণমূলের মতো দু’টি ‘চরম প্রতিক্রিয়াশীল’ দলের বিরুদ্ধে একই সঙ্গে লড়তে হচ্ছে। জনসমর্থনও ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে। বিধানসভায় কোনও প্রতিনিধি নেই, এমন অবস্থা অতীতে হয়নি কখনও।
পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ‘উপযুক্ত আন্দোলন-সংগ্রাম’ এবং সংগঠনকে গড়ে তোলার ডাক দিয়েছেন সূর্যকান্ত মিশ্র । দলীয় সূত্রের খবর, উদ্বোধনী পর্বে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মনে করিয়ে দিয়েছেন, রাজ্যে দলের সাংগঠনিক প্লেনামের পরে প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও এখনো তার সব সিদ্ধান্ত কার্যকর করা যায়নি। কমিটিতে বা পদে অনেকেই আছেন, যাঁরা সক্রিয় ভাবে দায়িত্ব পালন করেন না। ইয়েচুরির মতে, বাংলায় সংগঠনকে ঢেলে সাজানো দরকার।
সিপিএমের ২৫তম রাজ্য সম্মেলন হয়েছিল ২০১৮ সালে। তখন থেকে চার বছরে নির্বাচনে নজিরবিহীন বিপর্যয় হয়েছে, জনসমর্থনও অনেক কমেছে। এই নিয়ে প্রশ্নের জবাবে এ দিন সম্মেলনের ফাঁকে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘জনসমর্থন কমেছে, তথ্যেই দেখা যাচ্ছে। কেমন এমন হয়েছে, কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে, সে সব নিয়ে সম্মেলনেই বিশদে আলোচনা হবে। ’’
সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সম্মেলনে পেশ হওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে বাংলায় দলের সদস্যসংখ্যা ছিল ১ লাখ ৮৪ হাজার ৭৪০। সর্বশেষ ২০২১ সালের নবায়নের পরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৮২০
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়