পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও আস্থার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে রবিবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে এ আহ্বান জানান।
জারিফ বলেন, তার এ সফরের প্রধান উদ্দেশ্যে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার পরিবেশ গড়ে তোলা এবং বিষয়টি ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইরানের সঙ্গে যেসব দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে সেসব দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
জারিফ বলেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক ট্রানজিট ব্যবস্থা গড়ে তুলে পরস্পরের পণ্য সহজে গন্তব্যে পৌঁছে দেয়ার বিষয়েও তিনি এ সফরে গুরুত্ব দিয়ে আলোচনা করবেন। আজারবাইজান সফরের পর রাশিয়া, আর্মেনিয়া, জর্জিয়া এবং সবশেষে তুরস্ক সফর করবেন বলেও জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়