প্রধানমন্ত্রীর গাড়িতে গুলি, বিভক্তিতে ক্ষতবিক্ষত লিবিয়া

লিবিয়ার অন্তর্র্বতী প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেবাইবাহর গাড়িতে গুলি করেছে অস্ত্রধারীরা। আজ বৃহস্পতিবার দিনের শুরুতে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় তার গাড়িতে গুলি করে হামলাকারীরা। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। সেখানে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে বিভক্তি চরম আকার ধারণ করেছে। এতে ক্ষতবিক্ষত হচ্ছে লিবিয়া। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, একটি বুলেট প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির উইন্ডস্ক্রিন ভেদ করে ভিতরে প্রবেশ করে। এতে তিনি বা তার চালক কেউই আহত হননি।

ওই গাড়ির উইন্ডস্ক্রিনে বুলেটের গর্তের এক্সক্লুসিভ ফুটেজ প্রকাশ করেছে আল জাজিরা। সূত্র জানিয়েছে, একটি হালকা মানের অস্ত্র থেকে বুলেট ছোড়া হয়েছিল। হতে পারে তা একটি কালাশনিকভ রাইফেল। এ বিষয়ে তদন্ত শুরু করেছেন লিবিয়ার চিফ প্রসিকিউটর।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এই হামলাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছেন। লিবিয়ায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন অংশের মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছে। তার মধ্যে গত বছর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আবদুল হামিদকে নিয়োগ করা হয়। কিন্তু তাকে এই পদ থেকে সরিয়ে দেয়ার জন্য বিরোধী পক্ষ লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে।

২০১১ সালে প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটো সমর্থিত জোট হামলা চালানোর পর থেকে লিবিয়ায় শান্তি বা স্থিতিশীলতা আছে এমনটা বলা যায় না। ২০১৪ সালে দেশটি পূর্ব ও পশ্চিমে বিবদমান দুটি গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

আবদুল হামিদ মিসরাটা শহরের একজন শক্তিধর ব্যবসায়ী। গত বছর মার্চে তাকে জাতিসংঘ সমর্থিত গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটির (জেএনইউ) পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। তার দায়িত্ব ছিল ২৪ শে ডিসেম্বর দেশটিতে নির্বাচন করা। তাকে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেয়া হয় এই শর্তে যে, তিনি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু নভেম্বরে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন, যা অনেকেই অন্যায় বলে অভিহিত করেন। নির্বাচনী আইন এবং পার্লামেন্টের বিবদমান অংশগুলোর বিরোধের কারণে শেষ পর্যন্ত নির্বাচন বানচাল হয়ে যায়। দেশটির পূর্বাঞ্চলে লড়াইরত খলিফা হাফতারের বাহিনী জেএনইউ’কে অবৈধ বলে ঘোষণা দেয়।

দু’জন শক্তিধর প্রার্থীর মধ্যে একজনকে নতুন অন্তর্বর্তী নেতা হিসেবে আজ বৃহস্পতিবার বেছে নেয়ার কথা ছিল পার্লামেন্ট সদস্যদের। ওই দুই প্রার্থী হলেন ৫৯ বছর বয়সী সাবেক শক্তিধর স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাশাঘা এবং বহিরাগত ৫১ বছর বয়সী খালেদ আল বিবাস। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক একজন কর্মকর্তা। এই ভোট ২০১৪ সালের বিভেদের পুনরাবৃত্তি দেখাতে পারে, যা থেকে দুটি সমান্তরাল সরকারের প্রচলন হয়েছিল।

এ সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী আবদুল হামিদ বলেছেন, পার্লামেন্টের যেকোনো উদ্যোগের বিরোধিতা করবেন তিনি। এই পার্লামেন্ট মূলত পূর্বাঞ্চলীয় তাবরুক শহর কেন্দ্রীক। পার্লামেন্ট থেকে তার ত্রিপোলিভিত্তিক সরকারকে উৎখাতের যেকোনো রকম প্রচেষ্টার বিরোধিতা করেন তিনি। বলেন, নতুন কোনো অবস্থা বা সমান্তরাল কর্তৃত্ব আমি মেনে নেবো না। আমার সরকার শুধু একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
এই বিভাগের আরও খবর
‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

প্রথমআলো
প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

সমকাল
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া