বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ২০ আগস্ট। এবারের নির্বাচন নিয়ে অনেক জল্পনা। ডিপজল-সেলিম খানের নেতৃত্বে গঠিত হয়েছিল প্যানেল। কিন্তু নির্বাচন থেকে সরে এসেছেন তারা।
প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছিল। এ তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সেলিম খান। কিন্তু শেষ সময়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। ১০ আগস্ট নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন সেলিম খান। অন্যদিকে, ডিপজল নতুন করে কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
সেলিম খান শাপলা মিডিয়ার কর্ণধার। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্যাডে লিখিত আবেদনে তিনি জানান, ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও ব্যক্তিগত কারণে নির্বাচন করতে পারছেন না। তাই প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।
ডিপজল-সেলিম খান সরে দাঁড়ালেও এখনো মাঠে আছে খোরশেদ আলম-শামসুল আলম প্যানেল। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সময় সংবাদকে ডিপজল বলেন, ‘নারে ভাই, নির্বাচন করার ইচ্ছা নাই। কারণ, ভালো কাজ করতে গেলে এ ধরনের লোকের সাথে না যাওয়াই ভালো। ব্যক্তিগত কারণে সরে দাঁড়াচ্ছি। শরীরের অবস্থা মোটামুটি ভালো। আগামী মাসে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়