দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও সিনেবাজ অ্যাপের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রাজপথে নেমেছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। বুধবার দুপুরে কারওয়ান বাজারস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) গেটে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন। সমাবেশ শেষে বিএফডিসি থেকে কারওরান বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল নিয়ে যায় শিল্পী-কলাকুশলীরা। উপস্থিত সবাই হামলার তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে অপরাধীদের শাস্তি দাবি করেন।
বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, জাকির হোসেন রাজু, সাদেক সিদ্দীকি, মোহাম্মদ হোসেন জেমি, শামীম আহমেদ রনী, আবুল কালাম আজাদ, চলচ্চিত্র অভিনয়শিল্পী ড্যানি সিডাক, অঞ্জনা, আলেক জান্ডার বো, শিমলা, জাহিদ হাসান, রাশেদা চৌধুরী, বাপ্পী চৌধুরী, শিবা শানু, সাবরিন সুলতানা কেয়া, জাহারা মিতু, জ্যাকি আলমগীর, হারুন কিসিঞ্জার প্রমুখ।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘চলচ্চিত্রের দুর্দিনে সেলিম খান আমাদের চলচ্চিত্র কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এরকম একজন মানুষের অফিসে আঘাত মানে আমাদের ও চলচ্চিত্রের ওপর আঘাত। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।’
মিশা সওদারগর বলেন, ‘চলচ্চিত্রের বাতিঘর সেলিম খান। করোনার মধ্যেও চলচ্চিত্র নির্মাণ করে সবার রুটি রুজির ব্যবস্থা করেছেন তিনি। তার অফিসে হামলা মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়