এক্সিট পোলের ফলাফল মিললে রেকর্ড গড়বেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ডও ভেঙে দেবেন তিনি। স্বাভাবিকভাবেই এই মেগা জয়ের সেলিব্রেশনও হবে মেগা। রোড শো থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, একাধিক পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে।
প্রায় দু মাস ধরে চলা লোকসভা নির্বাচনের পর ফল ঘোষণা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। তবে ফলাফল সামনে আসার আগেই ‘মেজাজ’ ধরে রাখল ভারতীয় জনতা পার্টি। জয়ের হ্যাটট্রিকের ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। সূত্রের খবর, ফলাফল বিজেপির পক্ষে গেলেই এই সপ্তাহান্তে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে ‘সেলিব্রেশনে’ সামিল হবে বিজেপি।
রিপোর্ট অনুসারে জানা গেছে, বিজেপি নতুন সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও একটি রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রস্তুতিও পুরোদমে চলছে। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের চলছে শেষ পর্যায়ের প্রস্ততি।
বিজেপি সূত্রের খবর, ৪ জুন অর্থাৎ ভোটের ফলপ্রকাশের দিনই একটি মেগা রোড শো হবে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তর পর্যন্ত। তাতে দলের শীর্ষস্থানীয় নেতারা থাকবেন। বিকালে দলের সদর দপ্তরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ বিজেপি নেতারা। সেখানে কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী।
সবকিছু ঠিকঠাক থাকলে ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেদিনও মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। প্রথমে শোনা যাচ্ছিল রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে শপথ নিতে চান মোদি। কিন্তু পরে জানা গেছে, রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়