হলিউড বলুন আর বলিউড, হুট করে তো আর স্কুল-কলেজ থেকে বেরিয়ে সবাই নায়ক-নায়িকা হয়ে যাননি। কেউ কেউ হরেক জায়গায় ধরনা দিয়ে পেয়েছিলেন এক চিলতে রোল, কেউ আবার দিনের পর দিন অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে। কিন্তু এদের কেউ কেউ আবার একেবারেই ছিলেন ভিন্ন পেশায়।
নওয়াজউদ্দিন সিদ্দিকি
অভিনয়ের অ, আ থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত দেখিয়ে দেওয়া ভারিক্কি এ তারকা এক সময় সিনেমার ধারেকাছেও ছিলেন না। চাকরি করতেন একটি পেট্রোকেমিকেল কোম্পানিতে কেমিস্ট হিসেবে। আবার এর আগে কাজ করেছেন পাহারাদারেরও। এরপর একদিন সুযোগ পেলেন স্বপ্ন পূরণের। ঢোকার সুযোগ পেলেন ফিল্ম স্কুলে।
রনবীর সিং
বলিউডের পাওয়ারহাউস পারফরমার বলা হয় তাকে। সিনেমায় আসার আগে কাজ করেছেন একটি বিজ্ঞাপনী সংস্থার কপিরাইটার হিসেবে।
পরিনীতি চোপড়া
প্রথম ছবি ‘ইশকজাদে’ সিনেমাটি যে প্রডাকশন হাউস থেকে বের হয়েছিল, সেই প্রতিষ্ঠানেরই মার্কেটিং ইন্টার্ন হিসেবে দীর্ঘদিন চাকরি করেছন পরিনীতি। কোম্পানির কর্তাব্যক্তিরাই তার প্রতিভা বুঝতে পেরে বললেন, কাগজপত্র নিয়ে অনেক হলো, এবার ক্যামেরার সামনে দাঁড়াও বাপু।
শহীদ কাপুর
ইনি অবশ্য ‘ছোটবেলা’ থেকে ফিল্মেই ছিলেন। হিসেবে এ তালিকায় তার নাম থাকার কারণ ছিল না। কিন্তু এটা না বললেই নয় যে, একসময় সিনেমার ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করে আয় করতেন শহীদ কাপুর। ‘তাল’ সিনেমার ‘তাল সে তাল মিলা’ গানটিতে ঐশ্বরিয়ার মাথায় একটা সাদা কাপড় পেঁচিয়ে দিতে দেখা গিয়েছিল কিশোর শহীদকে। বিখ্যাত ‘দিল তো পাগল হ্যায়’ গানেও তিনি ছিলেন নেপথ্যের সারিতে।
সোনাক্ষি সিনহা
দাবং-এ ভাগ্য খোলার আগে তাকে দেখা যেত অন্যের পোশাক আশাক নিয়ে ঘাঁটাঘাঁটি করতে। ফিল্মের কস্টিউম ডিজাইনারের কাজ করতেন সোনাক্ষি।
অক্ষয় কুমার
অক্ষয়ের সিনেমায় আসার আগের ক্যারিয়ারের গল্পটাই বোধহয় শোনা গেছে সবচেয়ে বেশিবার। ব্যাংককের একটি রেস্তোরাঁয় ওয়েটার ও শেফের কাজ করতেন তিনি। একই কাজে এসছিলেন ঢাকায়ও। কাজ করেছেন ট্রাভেল এজেন্ট হিসেবেও। এমনকি মার্শাল আর্টের কোচিং সেন্টারও ছিল তার।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়