বাংলাদেশে ফিরছেন হাথুরুসিংহ, পেস বোলিং কোচ চামিন্দা ভাস!

চলতি মাসের নিউজিল্যান্ড সফরের পর শেষ হয় পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বাংলাদেশের চুক্তি। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ক্রিকেট বোর্ড। নীতি নির্ধারকদের পছন্দের তালিকায় আছেন লঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাস।

খেলা থেকে অবসর নেওয়ার পর পুরোদস্তুর কোচ হিসেবে কাজ করছেন ৪৭ বছর বয়সী সাবেক এই তারকা পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬১ উইকেট শিকার করেছেন ভাস। ২০১২ সালে নিউজিল্যান্ড দলের খন্ডকালীন দায়িত্ব পান কোচ হিসেবে। ২০১৩ থেকে ১৫ পর্যন্ত শ্রীলঙ্কা দলের সঙ্গে কাজ করেন। এরপর আরও দুই দফায় লঙ্কানদের কোচ হিসেবে কাজ করে, গত বছর বেতন ইস্যুতে সরে দাঁড়ান ভাস।

সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যেতে পারে ভাসকে। শুধু তাই না, সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহকে পেতেও আলোচনা চলছে। এ নিয়ে সোমবার (২৪ জানুয়ারি) ক্রিকেট বোর্ডে অনুষ্ঠিত হয় এক অনানুষ্ঠানিক সভাও। তবে এখনো কিছুই চূড়ান্ত না।

টিম টাইগার্সের নিউজিল্যান্ড সফর শেষে নতুন করে আলোচনায় ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি সিরিজ শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার পথ ধরায় অনেকে এমনও বলাবলি শুরু করেছিলেন এই বুঝি তার শেষ যাওয়া!

কিন্তু না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আস্থা রাখছে এ কোচের ওপর। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আপাতত রাসেল ডমিঙ্গোই থাকছেন।

বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতায় এমনিতেই নড়বড়ে তার চেয়ার। ক্রিকেট বিষয়ক কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গেল বছরের নভেম্বরেই ডমিঙ্গোকে ছাঁটাই করার গুঞ্জন উঠেছিল। তবে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়। আর তাই সিরিজটি শেষ হতেই আবারও নতুন করে আলোচনা হচ্ছিল।

শোনা যাচ্ছিল, আসন্ন বিপিএলের পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই যে কোনো কিছুই হতে পারে। বলা হচ্ছিল, বিসিবি বস নাজমুল হাসান পাপন এ ব্যাপারে মিটিংয়ে বসতে পারেন তিনি।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় করে ডমিঙ্গোর হাতে দলকে সঁপে দিয়েছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। ২০২৩ সালের মধ্যে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আর একটি ওডিআই বিশ্বকাপ। ২০১৯ সালের আগস্টে দায়িত্ব পাওয়া প্রোটিয়া কোচের সামনে বড় চ্যালেঞ্জই ছিল।
এই বিভাগের আরও খবর
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

মানবজমিন
বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

সমকাল
ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

কালের কণ্ঠ
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

কালের কণ্ঠ
দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দৈনিক ইত্তেফাক
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

যুগান্তর
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া