বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাককারী গ্রুপ লাজারাস এখনও দক্ষিণ এশিয়ায় আন্ডারগ্রাউন্ড ব্যাংকিং নেটওয়ার্ক ও মাদক পাচারকারীদের মধ্যে সক্রিয়। তারা এসব অপকর্ম করে যে অর্থ পাচ্ছে তা ভাগাভাগি করছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। এসব অর্থ ভাগাভাগি হচ্ছে ক্যাসিনো এবং ক্রিপ্টো কারেন্সি বিনিময়ের স্থানগুলোতে।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস (ইউএনওডিসি) বিস্তারিত না জানিয়ে বলেছে, তারা মেকং এলাকায় এমন বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে আছে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও কম্বোডিয়া। ইউএনওডিসি বলেছে, তারা কেস ইনফর্মেশন এবং ব্লকচেইন ডাটা বিশ্লেষণ করে এসব কর্মকাণ্ড শনাক্ত করেছে। এ বিষয়ে জাতিসংঘের জেনেভায় উত্তর কোরিয়ান মিশনের একজন ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি নাম না জানিয়ে বলেন, বিষয়টি জানেন না। তিনি আরও বলেন, এর আগে লাজারাসকে নিয়ে যেসব রিপোর্ট হয়েছে তার সবটাই জল্পনা এবং মিথ্যা তথ্য।
যুক্তরাষ্ট্র বলে উত্তর কোরিয়ার প্রাইমারি গোয়েন্দা ব্যুরো নিয়ন্ত্রণ করে লাজারাস হ্যাকারদের।
তারা উচ্চ পর্যায়ের কিছু সাইবার হামলা, মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। উত্তর কোরিয়ার হ্যাকাররা যেসব অর্থ চুরি করে নেয় তা হলো পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ একটি অর্থের উৎস এবং তাদের অস্ত্র বিষয়ক কর্মসূচির উৎস। প্রতিবেদনে ফিলিপাইনে লাইসেন্স আছে এমন ক্যাসিনো এবং জাঙ্কেট অপারেটরদের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে যাতায়াত আছে ধনী ব্যক্তিদের। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে লাজারাস বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে সাইবার হামলা চালিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার পাচার করে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়