ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানালে কী হবে, বিশ্বনেতাদের অনেকেই কিন্তু এরই মধ্যে বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ঘোর শত্রু বনে যাওয়া চীনও আনুষ্ঠানিকভাবে বাইডেনের জয়কে স্বীকৃতি দিয়েছে। বিশ্বনেতারা কেবল অভিনন্দন জানিয়েই থেমে থাকেননি, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের আশাবাদও ব্যক্ত করেছেন। অর্থাৎ তারা ধরেই নিচ্ছেন, ট্রাম্পের মতো খ্যাপাটে নয়, বরং যুক্তরাষ্ট্রের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন ঘটে, এমন পররাষ্ট্রনীতিই গ্রহণ করবেন বাইডেন।
হোয়াইট হাউজে প্রবেশের পর বৈদেশিক নীতিকাঠামো তৈরির ক্ষেত্রে বাইডেনের সামনে এমন কিছু চ্যালেঞ্জ আবির্ভূত হবে, যেগুলো ডোনাল্ড ট্রাম্পকেও মোকাবেলা করতে হয়েছে। আবার বাইডেনের ডেমোক্রেটিক পূর্বসূরি বারাক ওবামার আমলেও এসব চ্যালেঞ্জ ছিল। এগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব-প্রতিপত্তিতে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চীনকে মোকাবেলা করা এবং উত্তর কোরিয়ার, বিশেষ করে ‘আনপ্রেডিক্টেবল’ কিম জং উনের হুমকি-ধমকির পাল্টা জবাব দেয়া। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, ডোনাল্ড ট্রাম্পের খ্যাপাটে আচরণের কারণে বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে ঘুণ ধরেছে, তা সারিয়ে তোলা। একই সঙ্গে বাকি বিশ্বকেও বোঝাতে হবে যে তারা নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখতে পারে।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়