বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ২ মুসলিম

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এটর্নি রাশেদ হুসেইনকে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (আইআরএফ) বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের কমিশনার হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনি খিজর খানকে মনোনীত করেছেন বাইডেন। তার সরকারে কোনো গুরুত্বপূর্ণ এসব পদে এটাই কোনো মুসলিমকে মনোনয়ন দেয়া। বর্তমানে রাশেদ হুসেইন (৪১) জাতীয় নিরাপত্তা পরিষদে পার্টনারশিপস অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টের পরিচালক। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। হোয়াইট হাউজ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এমন একটি প্রশাসন গড়ে তুলবেন- যা যুক্তরাষ্ট্রকে দেখাশোনা করবে, সব ধর্মবিশ্বাসের মানুষের প্রতিফলন ঘটাবে। এই ঘোষণা প্রেসিডেন্টের সেই প্রতিশ্রুতিকে বড় করে তুলেছে। ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে প্রথম কোনো মুসলিম হিসেবে তিনি মনোনয়ন দিচ্ছেন রাশেদ হুসেইনকে।

রাশেদ এর আগে আইন মন্ত্রণালয়ের অধীনে জাতীয় নিরাপত্তা ডিভিশনে সিনিয়র কাউন্সেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে তিনি ওআইসিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, স্ট্র্যাটেজিক কাউন্টার টেরোরিজম কমিউনিকেশনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং হোয়াইট হাউজ কাউন্সিলের ডেপুটি এসোসিয়েট ছিলেন। দূত হিসেবে তিনি ওআইসি, জাতিসংঘ, বিদেশি সরকারসমূহ, নাগরিক সমাজের সংগঠনসহ বহুবিধ সংগঠনের সঙ্গে কাজ করেছেন। এর মধ্য দিয়ে শিক্ষা, উদ্যোগ, স্বাস্থ্য, আন্তর্জাতিক নিরাপত্তা, বিজ্ঞান, প্রযুক্তি ও অন্য বিষয়কে বিস্তৃত করার জন্য কাজ করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় তিনি কাজ করেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশানে যোগ দেয়ার আগে তিনি হাউজ জুডিশিয়ারি কমিটিতে কাজ করেন। সেখানে তিনি জুডিশিয়ারি আইন বিষয়ক ক্লার্ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইয়েল ল স্কুল থেকে তিনি জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। সেখানে ইয়েল ল জার্নালে তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্পন্ন করেছেন পাবলিক এডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আরবি এবং ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। জর্জটাউটন ল সেন্টার, জর্জটাউন স্কুল অব ফরেন সার্ভিসে তিনি এডজাঙ্কট প্রফেসর হিসেবে শিক্ষাদান করেছেন। উর্দু, আরবি এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন তিনি।
এই বিভাগের আরও খবর
আবাসন নিয়ে অসন্তোষ বাড়ছে উন্নত দেশগুলোয়

আবাসন নিয়ে অসন্তোষ বাড়ছে উন্নত দেশগুলোয়

প্রথমআলো
বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা

বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা

প্রথমআলো
খাবার কিনতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

খাবার কিনতে গিয়ে ইসরাইলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি

নয়া দিগন্ত
এবার পশ্চিমবঙ্গের হাসপাতালে রোগীর বিরুদ্ধে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ

এবার পশ্চিমবঙ্গের হাসপাতালে রোগীর বিরুদ্ধে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ

বাংলা ট্রিবিউন
আদালতের নির্দেশনা উপেক্ষা, অবশেষে ব্রাজিলে বন্ধ হলো এক্স

আদালতের নির্দেশনা উপেক্ষা, অবশেষে ব্রাজিলে বন্ধ হলো এক্স

কালের কণ্ঠ
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ৪ ফিলিস্তিনি সাংবাদিক

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ৪ ফিলিস্তিনি সাংবাদিক

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া