বালাম ভাইয়ের সঙ্গে আরো গান আসছে আমার

স্টুডিওর বাইরে কনসার্টেও বালাম-কোনালের ব্যস্ততা বাড়বে। থার্টিফার্স্ট উপলক্ষে বগুড়ায় প্রথমবার স্টেজ শো করবেন তাঁরা। কোনাল বলেন, ‘বালাম ভাইয়ের সঙ্গে এটাই হবে আমার প্রথম কনসার্ট। শ্রোতারা প্রথমবার আমাদের একসঙ্গে মঞ্চে পাবেন।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। ঠাণ্ডা, জ্বর ও কাশির কারণে নতুন গানে কণ্ঠ দিতে পারেননি। এরই মধ্যে প্রায় এক ডজনের মতো গান জমে গেছে, সবই দ্রুত গাইতে হবে। এখনো পুরোপুরি সুস্থ হননি, তবু আজ থেকে গানে কণ্ঠ দেওয়া শুরু করবেন।

কোনাল বলেন, “আমার জন্য অনেক নির্মাতা, প্রযোজক ও সংগীত পরিচালক অপেক্ষা করে আছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ (মঙ্গলবার) থেকে নতুন গানে কণ্ঠ দেব। প্রথম গানটি সানী সানোয়ার ভাইয়ের ‘এশা মার্ডার—কর্মফল’ ছবির।

সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এরপর কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দেব। আসিফ ইকবাল ভাইয়ের লেখা একটা দারুণ গান আছে আমার কাছে। অডিওর জন্যই গানটি করছি। মোটামুটি এক সপ্তাহ টানা রেকর্ডিংয়ের ওপর থাকতে হবে।

সংগীতশিল্পী বালামের সঙ্গে কোনালের গাওয়া ‘প্রিয়তমা’ ছবির টাইটেল গান ‘ও প্রিয়তমা’ এখনো জনপ্রিয়তার শীর্ষে। এই গানের পর বালাম-কোনাল জুটির চাহিদা এখন তুঙ্গে। আবার কবে দুজনকে একসঙ্গে পাওয়া যাবে, তা নিয়ে ভক্তদের বেশ আগ্রহ। কোনাল জানালেন, শিগগিরই সেই ব্যবস্থা হচ্ছে।

এরই মধ্যে নতুন সংগীত করে রেখেছেন বালাম। সাবেক ‘ওয়ারফেজ’ গায়ক-গিটারিস্টের মায়ের অসুস্থতার কারণে এত দিন গানগুলো রেকর্ড করা হয়ে ওঠেনি।

কোনাল বলেন, ‘বালাম ভাইয়ের সঙ্গে আমার অনেক কাজের পরিকল্পনা আছে। বিশেষ করে ফিল্মের বাইরে অডিওতেও শ্রোতারা বেশ কয়েকটি গান পাবে। এই মুহূর্তে বালাম ভাইয়ের আম্মা অসুস্থ। আশা করছি, আন্টি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডিসেম্বরে হয়তো গানগুলোতে কণ্ঠ দিতে পারব।’

স্টুডিওর বাইরে কনসার্টেও বালাম-কোনালের ব্যস্ততা বাড়বে। থার্টিফার্স্ট উপলক্ষে বগুড়ায় প্রথমবার স্টেজ শো করবেন তাঁরা। কোনাল বলেন, ‘বালাম ভাইয়ের সঙ্গে এটাই হবে আমার প্রথম কনসার্ট। শ্রোতারা প্রথম আমাদের একসঙ্গে মঞ্চে পাবে। এটা ভাবতেই সুন্দর লাগছে।’ তবে থার্টিফার্স্টের কনসার্ট নিয়ে কিছুটা শঙ্কায়ও আছেন কোনাল। রাজনীতির কী অবস্থা হয় তখন, সেটা ভেবেই শঙ্কা। যদি কনসার্ট স্থগিত হয়ে যায়! তবে নতুন বছরে দেশের বাইরে একের পর এক স্টেজ শোতে অংশ নেবেন দুজন। সেটার প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা।
এই বিভাগের আরও খবর
কলেজ জীবনের বন্ধুর সঙ্গে ভালোবাসা দিবসে মিথিলা

কলেজ জীবনের বন্ধুর সঙ্গে ভালোবাসা দিবসে মিথিলা

সমকাল
সিনেমার আঁতুড়ঘর এফডিসিতে ফিরেছে প্রাণ, কমেছে নির্মাণ ব্যয় বেড়েছে শুটিং

সিনেমার আঁতুড়ঘর এফডিসিতে ফিরেছে প্রাণ, কমেছে নির্মাণ ব্যয় বেড়েছে শুটিং

যুগান্তর
‘খাকি’ সিরিজের গান নিয়ে মুখ খুললেন জিৎ

‘খাকি’ সিরিজের গান নিয়ে মুখ খুললেন জিৎ

যুগান্তর
৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড

৪০ কোটি পেরিয়েছে ‘দুষ্টু কোকিল’, দেশীয় সিনেমার গানে রেকর্ড

দৈনিক ইত্তেফাক
মেয়েটা আগে ভালোই ছিল, এখন আমাদের হুমকি দেয়: পপির মা

মেয়েটা আগে ভালোই ছিল, এখন আমাদের হুমকি দেয়: পপির মা

দৈনিক ইত্তেফাক
হেরা ফেরি থ্রি’তে ফিরছেন টাবু!

হেরা ফেরি থ্রি’তে ফিরছেন টাবু!

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

  • আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি: প্রধান বিচারপতি

  • প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে: গণশিক্ষা উপদেষ্টা

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯