বাংলাদেশে প্রথম ছবি করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী কর। প্রথম করেই বাজে অভিজ্ঞতার মুখে পড়লেন তিনি। যা রীতিমতো প্রতারণা বলতে চাইছেন তিনি। গত শুক্রবার দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শামীম আহমেদ পরিচালিত ‘বিক্ষোভ। ছবিটিতে নায়ক হিসেবে আছেন ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান। তার নায়িকা হিসেবে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী কর।
ছবিটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কলকাতর শ্রাবন্তী চ্যাটার্জি। ছবির পোস্টারে, বিলবোর্ড প্রচারণায় সব জায়গায় শান্তর সঙ্গে শ্রাবন্তীকেই রাখা হচ্ছে। ভিডিও বাইট দিয়ে ছবির প্রচারণায় তিনিও অংশ নিয়েছেন।
কিন্তু শান্তর যে মূল নায়িকা সেই শুভশ্রী নেই কোথাও। কেনো নেই তিনি? উত্তর জানেন না শুভশ্রী নিজেও। তিনি বলেন, আমি আসলে জানি না কেনো আমাকে ছবি পোস্টারে, বিলবোর্ডে রাখা হয়নি। আমি তো এই ছবিতে শান্তর নায়িকা। নায়িকার কি পোস্টারে ছবি থাকার কথা না?
ছবি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কেউ যোগাযোগ করেছে কিনা জানাতে চাইলে শুভশ্রী বলেন, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ কথাও বলেননি। আমি বুঝতে পারছি না, আমার সঙ্গে এমন কেন হলো? আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। অথচ আমার ছবিই কোথাও রাখা হয়নি। বিষয়টি ভেবে খুব খারাপ লাগছে। বাংলাদেশে প্রথম কাজ করলাম প্রথম কাজেই বাজে অভিজ্ঞতা হলো।
কেউ কিছু না জানালেও বিক্ষোভ নিয়ে খোঁজ খবর রাখছেন বলে জানালেন শুভশ্রী। বললেন, আমার খুব ইচ্ছে ছিলো বাংলাদেশের দর্শকদের সঙ্গে হলে বসে ছবিটি দেখবো। কিন্তু হলো না। কেউ আমাকে ঢাকায় যাওয়ার কথা একবারও বললো না!
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়