বিপিএল যে উন্মাদন নিয়ে শুরু হয়েছিল তা ধরে রাখা যায়নি। বারবার বিপিএলের স্লট পরিবর্তন, বিদেশি ক্রিকেটারদের পাওয়া বকেয়া, হুটহাট বিপিএলে বিরতি পড়া, ফ্র্যাঞ্জাইজির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি না করা ইত্যাদিকে জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ার কারণ মনে করা হয়।
চলতি বিপিএলেও বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ দেখায়নি। অন্য টি-২০ লিগের সঙ্গে সূচি সংঘর্ষের কারণে বড় বড় তারকারা এবারের বিপিএলে আসেননি। চলতি আসরে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে বিসিবি তিন বছরের চুক্তি করেছে। অথচ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগামী বিপিএল আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।
সোমবার সিলেটে সংবাদ মাধ্যমকে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাঁসা সূচির কারণে বিপিএলের জন্য এক-দেড় মাসের ফাঁকা সূচি পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। চলতি আসরের মতো আগামী মৌসুমেও ডিসেম্বর-জানুয়ারির স্লটটা ফাঁকা পাওয়ার সম্ভাবনা আছে। তবে ওই সময় জাতীয় নির্বাচন হওয়ায় ফাঁকা স্লটে তারা বিপিএল আয়োজন করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা আছে।
নাজমুল হাসান বলেন, ‘সামনের বছর বিপিএলের স্লটই আমরা খুঁজে পাচ্ছি না। স্লট বের করাই অসম্ভব হয়ে গেছে। একটা ফাঁকা সময় পেয়েছি। যদি জাতীয় নির্বাচন হয় তাহলে আসরের মাঝে গ্যাপ দিতে হতে পারে। কারণ নির্বাচনের মধ্যে আমরা নিরাপত্তা দল পাবো কোথায়। সকলকে তো নির্বাচনে থাকতে হবে।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়