ভারত ম্যাচ থেকে বিশ্বকাপের আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ

এশিয়া কাপ নিয়ে অন্যবারের তুলনায় এবার প্রত্যাশার পারদটা ছিল একটু বেশি। শিরোপা স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। তবে প্রত্যাশা পূরণ হয়নি, ফাইনালেও উঠতে পারেনি সাকিব বাহিনী। তবে দিনশেষে স্বস্তি, ‘ভারত বধ’ তৃপ্তি। হাথুরেসিংহে যাকে দেখছেন বিশ্বকাপে ভালো করার টনিক হিসেবে।

সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার ভারতের বিপক্ষে ৬ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। যেখানে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তানজিম সাকিবের। স্পষ্ট বলে দিয়েছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে তানজিম বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার দাবি তুলেছে।’

হাথুরুসিংহে আরো বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি বিশ্বকাপে তানজিনের ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। এ ছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’

কথা বলেছেন আরেক পেসার মোস্তাফিজকে নিয়েও। এশিয়া কাপে প্রথম ম্যাচে খেলার পর পরের তিন ম্যাচে একাদশে ঠাঁই হয়নি তার। ফলে প্রশ্ন উঠছিল, তবে কি দল থেকে বাদ পড়ছেন মোস্তাফিজ? উত্তরটা সংবাদ সম্মেলনে দিলেন হাথুরাসিংহে।

বলেন, মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছিল, বিষয়টা এমন নয়। আমরা চেষ্টা করছি সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে। তাকেও বিশ্রাম দেয়া হয়েছিল। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার তো মোস্তাফিজই। আমরা জানি মোস্তাফিজ কী করতে পারে, এ ম্যাচে সে সেটাও করে দেখিয়েছে।’

এদিকে আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে বিশ্বকাপের ১৩তম আসর। সবকিছু বিবেচনায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনা রাখে নিশ্চিতভাবেই। এশিয়া কাপ দিয়েই অবশ্য বিশ্বকাপের প্রস্তুতিটা সম্পূর্ণ করতে চেয়েছিল দল। তবে তা না হওয়ায় ভারতের বিপক্ষে জয়ের ম্যাচ থেকেই আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ।
এই বিভাগের আরও খবর
নিষ্প্রভ এমবাপ্পে, পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের

নিষ্প্রভ এমবাপ্পে, পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের

সমকাল
লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

লেভানদোস্কির হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারাল বার্সা

কালের কণ্ঠ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 

দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 

বাংলা ট্রিবিউন
প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রিমিয়ার লিগের শিরোপা–ভাগ্য এখন টটেনহামের হাতে, সেই ভাগ্য পরীক্ষার শুরু আজ

প্রথমআলো
বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

বাংলাদেশ-ভারত ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে জেসি

সমকাল
পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

পয়েন্ট হারিয়ে পিএসজির শিরোপা অপেক্ষা বাড়ল

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়