২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু হয় সংগীতশিল্পী ন্যানসির। সেই ছবির গানগুলোর সংগীত পরিচালক ছিলেন হাবিব ওয়াহিদ। এরপর এই দুই শিল্পীর তিন ডজনের বেশি গান এসেছে। বলা যায়, হাবিব-ন্যানসি সংগীতের সর্বশেষ সর্বাধিক সফল জুটি।
যার হাত ধরে ন্যানসির মূল সফলতা এবার তার সুরেই পাওয়া গেল গায়িকার মেয়ে রোদেলাকেও। আসছে হাবিবের সুরে রোদেলার নতুন গান।
‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। শুক্রবার (৪ জুন) হাবিবের রাজধানীর গ্রিন রোডের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
হাবিবের সঙ্গে রোদেলার গানের যোগসূত্র প্রসঙ্গে ন্যানসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘রোদেলা ছোটবেলা থেকেই হাবিব ওয়াহিদসহ অনেকের সঙ্গে আমাকে গান করতে দেখে। বিশেষ করে হাবিব ভাই তো দেশসেরা একজন কম্পোজার। তার প্রতি এ কারণেই হয়তো রোদেলার আগ্রহ আছে। বছর তিনেক আগে আমাকে একদিন বলে, ‘আমিও হাবিব আংকেলের সঙ্গে গাইব।’ তখন ও অনেক ছোট। গলাও সেভাবে প্রস্তুত ছিল না। কিছুদিন আগে রোদেলার দ্বিতীয় মৌলিক গান ‘তোমাকে চাই’ নরমালি রেকর্ড করে হাবিব ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি সাধারণত গান শুনে মন্তব্য করেন, সাজেশন দেন। এটি শুনে ‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি আমাকে পাঠিয়ে বলেন, রোদেলার গলায় তুলে তাকে পাঠাতে। আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। এভাবেই নতুন গানটির জন্ম।’’
এদিকে নতুন গান প্রসঙ্গে রোদেলা বলেন, ‘গানটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়