মিস ইউনিভার্সের ৭১তম আসরে সেরার মুকুট জিতে নিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর'বনি গ্যাব্রিয়েল। বিভিন্ন দেশের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ খেতাব জিতে নেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ২৮ বছর বয়সী গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধু। খবর বিবিসি, এএফপির
পেশায় গ্যাব্রিয়েল ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি নিজের পোশাক ব্র্যান্ড আর'বনি নোলার প্রধান নির্বাহী। পরিবেশবান্ধব পোশাক ডিজাইনার হিসেবেও তাঁর পরিচিতি আছে। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা মার্কিনি। সেই হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত মার্কিনি হিসেবে তিনিই প্রথম মিস ইউনিভার্স খেতাব জিতলেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গ্যাব্রিয়েলের কাছে প্রশ্ন করা হয়- যদি তিনি মিস ইউনিভার্স খেতাব জেতেন, তাহলে তিনি কী করবেন? জবাবে গ্যাব্রিয়েল বলেন, তিনি নিজেকে একজন সমাজ পরিবর্তনকারী নেতা হিসেবে দেখতে চান। নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করতে চান, যাতে তাঁরা জীবনের পথ তৈরিতে স্বাবলম্বী হয়ে ওঠেন। তিনি বলেন, ১৩ বছর ধরে তিনি ফ্যাশন শিল্পের সঙ্গে যুক্ত। পরিবেশের দূষণ কমাতে পোশাক তৈরির কাজে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করছেন। পাচার চক্র এবং গার্হস্থ্য সহিংসতার হাত থেকে বেঁচে আসা নারীদের সেলাইয়ের কাজ দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, সমাজে বিনিয়োগ করলে তার সুফল আসবেই। প্রত্যেক মানুষের মাঝেই গুণ আছে। যখন সেটি আবিস্কার করে কাজে লাগানো যায়, তখনই ভালো কিছু পাওয়া যায়।
বিভিন্ন দেশের জাতীয় পোশাক, সাঁতারের পোশাক ও ইভনিং গাউন পরে প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে প্রতিযোগীদের। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে গ্যাব্রিয়েল লাল-কমলা রঙের টুপি পরেছিলেন। টুপিতে তাঁকে বেশ লাগছিল। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেয় ভুটান। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল এবং তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়