মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিক্ষোভ সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ নিচ্ছে?

অভ্যুত্থানের আশঙ্কা আগে থেকেই ছিল। সার্বিক পরিস্থিতিও সেদিকেই ইঙ্গিত করছিল। এ কারণে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রাথমিক ধাক্কা সামলে নিতে সময় লাগেনি মিয়ানমারবাসীর। প্রতিবাদে দ্রুতই রাস্তায় নেমে আসে তারা। অন্যদিকে ক্ষমতার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় তাতমাদোও (মিয়ানমারের সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক নাম)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েই বিক্ষোভকারীদের ওপর গুলি চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। ফলে প্রতিদিনই প্রাণ ঝরছে মিয়ানমারের রাজপথে।

তাতমাদো মিয়ানমারের ক্ষমতা দখল করে গত ১ ফেব্রুয়ারি। এর পর থেকে এ পর্যন্ত মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৫৫০ জনের। এর পরও বিক্ষোভকারীদের দমন করতে পারছে না তাতমাদো। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভ এখন এগোচ্ছে মারাত্মক এক সংঘাতের দিকে। দেশটির বিভিন্ন আঞ্চলিক জাতিগোষ্ঠীভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো এরই মধ্যে বিক্ষোভকারীদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। নিজ নিজ এলাকায় পুলিশ ও সেনাচৌকিগুলোয় আক্রমণের তীব্রতা বাড়িয়েছে তারা। এ অবস্থায় আন্তর্জাতিক মহলের আশঙ্কা, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এ বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নিতে পারে ভয়াবহ ও সর্বাত্মক এক গৃহযুদ্ধে। সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে এ আশঙ্কা ব্যক্ত করেছেন জাতিসংঘের কর্মকর্তারাও।

মিয়ানমার স্বাধীন হয় ১৯৪৮ সালে। এর পরের ৭৩ বছরের মধ্যে প্রায় ৫০ বছরই দেশটি ছিল সামরিক শাসনে। সর্বশেষ ২০১১ সালে দেশটির গণতান্ত্রিক রূপান্তর শুরু হয়। এ রূপান্তর ছিল আংশিক ও সেনানিয়ন্ত্রিত। তার পরও এ রূপান্তর প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিল দেশটির গণতন্ত্রকামী জনগণ। কিন্তু তাতমাদো আবার ক্ষমতা দখল করে নেয়ায় তাদের সে আশা রূপ নিয়েছে হতাশায়। ফলে গণতন্ত্রের দাবিতে রাজপথে মরিয়া অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনী যতটা খড়্গহস্ত হয়ে উঠছে, ততটাই কঠোর অবস্থানে যাচ্ছে তারা।

এ মুহূর্তে বিক্ষোভকারীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এজন্য তারা দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মীদের কাজে যোগ না দেয়ার আহ্বানও জানিয়েছে। বিশেষ করে সরকার ও প্রশাসনের সহায়ক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি অচল করে দিতে চাইছে বিক্ষোভকারীরা।

অন্যদিকে মিয়ানমারের নির্বাচিত আইনপ্রণেতাদের অনেকেই এখন পলাতক। অজ্ঞাতবাস থেকেই ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন তারা। তাদের ভাষ্যমতে, সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোর প্রতিনিধিরাও এ সরকারের নীতিনির্ধারক ভূমিকায় থাকবে। এ নিয়ে অনলাইন সংলাপেরও আয়োজন করা হচ্ছে নিয়মিত। এসব সংলাপের মূল বিষয়বস্তু সামরিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ।

মিয়ানমারের সর্বশেষ নির্বাচনে নির্বাচিত এক জনপ্রতিনিধির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক জান্তাকে উত্খাতের পর কার্যকরের জন্য এরই মধ্যে একটি খসড়া ফেডারেল সংবিধান তৈরি হয়েছে। জাতিগত সংখ্যালঘু এবং বেসামরিক বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে এ খসড়া তৈরি হয়েছে। একই সঙ্গে তাতমাদোকে প্রতিস্থাপনের জন্য একটি ফেডারেল সেনাবাহিনী গঠনেরও পরিকল্পনা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

নয়া দিগন্ত
‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

প্রথমআলো
প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

সমকাল
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া