শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে থেকে আজ তৃতীয় ওয়ানডেতে সেরা একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংয়ে ২ উইকেট নেন তিনি। তবে ফেরাটা সুখকর হলো না তার। বোলিং করতে গিয়ে বাঁ-পায়ে চোট পাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন এই বাঁহাতি পেসার।
ইনিংসের ৪৮তম ওভার করতে এসে বোলিং শেষ করতে পারেননি মুস্তাফিজ। তার আগে উঠে যেতে হলো তাকে।
৪২তম ওভারের শেষ বল করতে গিয়ে পিচে গড়িয়ে পড়েন মুস্তাফিজ। এরপর পাঁচ ওভার ফিল্ডিং করলেও খুব বেশি সমস্যা হয়নি।
তবে বিরতি দিয়ে আবার বোলিংয়ে ফেরেন, কিন্তু ওভার শেষ করতে পারেননি। প্রথম বল (ওয়াইড) করার পর পায়ে ব্যথা অনুভব করেন এই বাঁহাতি পেসার। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন, এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন। মুস্তাফিজ পরে আর বাংলাদেশের ইনিংসে ফেরেননি।
৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার।
চোট পেয়ে মাঠ ছেড়েছেন জাকের আলী অনিকও। ইনিংসের শেষ ওভারে শরিফুল ইসলামের বলে প্রমোদ মাদুশানের ক্যাচ নিতে গিয়ে এনামুল হকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ধাক্কা খান জাকের। এনামুল ক্যাচ নিলেও আঘাত পান জাকের। পরে উঠে দাঁড়াতে পারেননি তিনি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়