এক মাসেরও কম সময়ের মধ্যে মেক্সিকোয় চার সাংবাদিককে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে লেখা একটি চিঠিতে মেক্সিকো সরকারকে সাংবাদিক সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় মার্কিন আইনপ্রণেতারা। খবর রয়র্টাস।
চিঠিতে সাংবাদিকদের সুরক্ষায় মেক্সিকোর নেয়া পদক্ষেপগুলোকে অপর্যাপ্ত উল্লেখ করেছেন সিনেটর টিম কেইন ও মার্কো রুবিও। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তার পাশাপাশি সহিংসতা কমাতে আরো পরিকল্পনা নিতে হবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র অবশ্যই মেক্সিকো সরকারের সঙ্গে কাজ করবে।
মেক্সিকোতে অহরহ সাংবাদিক হত্যার পরও জোরালো আইনি পদক্ষেপ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটর কেইন ও রুবিও। যথাযথ পদক্ষেপ নিতে মেক্সিকোর উপর আরো চাপ প্রয়োগ দরকার। তারা বলছেন, বর্তমানে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা যথেষ্ঠ নয়। সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা রুখতে সমন্বিত পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ দরকার। সংবাদকর্মীদের নিরাপত্তা উন্নত করতে সমালোচকদের প্রতি বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের মনোভাবও পরিবর্তন আবশ্যক।
প্রসঙ্গত, এক মাসেরও কম সময়ের মধ্যে মেক্সিকোতে চার সাংবাদিককে হত্যা করা হয়। সবশেষ হত্যার শিকার সাংবাদিক রবার্তো টলেডো মেক্সিকোর মিয়াচেন রাজ্যের একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। এছাড়া ১৭ জানুয়ারি ফটোগ্রাফার মার্গারিটো মার্টিনেজ ও ২৩ জানুয়ারি রিপোর্টার লর্ডেস মালডোনাডো লোপেজকে সীমান্ত শহর টিজুয়ানায় গুলি করে হত্যা করা হয়। তাছাড়া প্রতিবেদক হোসে লুইস গাম্বোয়াও উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে ১০ জানুয়ারি একটি হামলায় নিহত হন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়