বুধবার (৫ মে) ছিল উপমহাদেশের প্রথম নারী বিপ্লবী শহীদ প্রীতিলতার ১১০তম জন্মদিন। দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন করেছিল চলচ্চিত্র ‘প্রীতিলতা’ টিম। এ দিনকে ঘিরে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন টিমের অন্যতম সদস্য দুই বাংলার অন্যতম সংগীতজ্ঞ কবির সুমন এবং চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী পরীমনি।
আয়োজন নিয়ে চলচ্চিত্রটির পরিচালক রাশিদ পলাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনায় এখন অনেকেই বেকার। এফডিসির এমন কর্মচারী, এক্সট্রা শিল্পীসহ ১০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ৫ মে বিকাল ৫টায়। এরপর টিম প্রীতিলতার অফিসে কেক কেটে ১১০তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।’
এদিকে, ভিডিও বার্তায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কবির সুমন। তিনি বলেন, ‘শারীরিকভাবে উপস্থিত থাকতে পারলে ভালো হতো। প্রীতিলতা চলচ্চিত্রের টিমের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিল্পী, ছিন্নমূল শিশুদের মধ্যে ইফতার ও খাবার বিতরণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সত্যিই এটা একটা ভালো উদ্যোগ। প্রীতিলতার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার। সিনেমাটার শুটিং দ্রুত শেষ হোক। আমি ছবিটি দেখার অপেক্ষায় আছি।’
ঢাকায় থাকলেও নানা কারণে কেক কাটার অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি পরী। তবে তিনি এক শুভেচ্ছা বার্তায় উপস্থিত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রীতিলতার সাহসের গল্প ছড়িয়ে পড়ুক আমাদের তারুণ্যের মধ্যে। আমাদের মেয়েদের আদর্শ হোক প্রীতিলতা। সাহস নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। সততার সঙ্গেই দেশটাকে ভালোবাসতে হবে, যেমনটা প্রীতিলতা বেসেছিলেন।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়