আকস্মিকভাবেই রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। দেশটিতে অনুষ্ঠেয় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
আগামী বছরেই ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে দুতার্তে বলছেন, ফিলিপাইনের জনগণ তাকে আর যোগ্য বলে মনে করছে না। এ কারণে তিনি আর রাজনীতি করবেন না। যদিও পর্যবেক্ষকরা মনে করছেন, মেয়ে সারাকে সুযোগ করে দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল দেয়া এক ভাষণে রড্রিগো দুতার্তে বলেন, আমি রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। ফিলিপাইনের সাধারণ নাগরিকরা মনে করছেন, আমি আর যোগ্য নই। অন্যদিকে ২০২২ সালের নির্বাচনে যদি আমি ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে যাই, সেক্ষেত্রে তা হবে আইনের স্পষ্ট লঙ্ঘন।
এর আগে গত মাসে পরবর্তী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন দুতার্তে। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টের টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমানে রড্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত চলছে। পাঁচ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। মাদকের বিরুদ্ধে তার এ ক্রুশেড ব্যাপক মাত্রায় আলোচিত-সমালোচিত হয়েছে। বিশেষ করে এ মাদকবিরোধী যুদ্ধে বিচারবহির্ভূতভাবে অন্তত ছয় হাজার লোকের মৃত্যুর ঘটনাটি দুতার্তেকে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, সে সময়ে প্রাণ হারানো লোকের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়