রাজনীতি ছাড়ার আকস্মিক ঘোষণা রড্রিগো দুতার্তের

আকস্মিকভাবেই রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে। দেশটিতে অনুষ্ঠেয় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

আগামী বছরেই ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে দুতার্তে বলছেন, ফিলিপাইনের জনগণ তাকে আর যোগ্য বলে মনে করছে না। এ কারণে তিনি আর রাজনীতি করবেন না। যদিও পর্যবেক্ষকরা মনে করছেন, মেয়ে সারাকে সুযোগ করে দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল দেয়া এক ভাষণে রড্রিগো দুতার্তে বলেন, আমি রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিচ্ছি। ফিলিপাইনের সাধারণ নাগরিকরা মনে করছেন, আমি আর যোগ্য নই। অন্যদিকে ২০২২ সালের নির্বাচনে যদি আমি ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে যাই, সেক্ষেত্রে তা হবে আইনের স্পষ্ট লঙ্ঘন।

এর আগে গত মাসে পরবর্তী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন দুতার্তে। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টের টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমানে রড্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত চলছে। পাঁচ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। মাদকের বিরুদ্ধে তার এ ক্রুশেড ব্যাপক মাত্রায় আলোচিত-সমালোচিত হয়েছে। বিশেষ করে এ মাদকবিরোধী যুদ্ধে বিচারবহির্ভূতভাবে অন্তত ছয় হাজার লোকের মৃত্যুর ঘটনাটি দুতার্তেকে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত করে তুলেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, সে সময়ে প্রাণ হারানো লোকের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।
এই বিভাগের আরও খবর
‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

‘আমরা কি মানুষ না’—ইসরায়েলের তাণ্ডবে বৈরুতবাসীর ক্ষোভ

প্রথমআলো
প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

প্রেসিডেন্ট ও স্পিকারকে খুন করতে গুপ্তঘাতক ঠিক করেছি

সমকাল
নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের

নয়া দিগন্ত
সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

সৌদি আরবে ফ্যাশন শো, ইসলামী পণ্ডিতদের ক্ষোভ তুঙ্গে

দৈনিক ইত্তেফাক
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

বণিক বার্তা
ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার বিরোধী নেতা গোনসালেসকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথমআলো
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া