ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিল্লির নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া।এসময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বহু রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সকালে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক ঘণ্টার জন্য নেওয়া হয় মনমোহনের মরদেহ। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতা-কর্মীরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে সেনা ট্রাকে করে তার মরদেহ নেওয়া হয় শ্মশানে।
এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বহু রাজনীতিবিদ। এছাড়াও সেখানে ছিলেন মনমোহনের পরিবারের সদস্যরা।
সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকার সারা দেশে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কংগ্রেসও দলের সব সরকারি কর্মসূচি, এমনকি প্রতিষ্ঠা দিবস উদযাপন আগামী ৭ দিনের জন্য বাতিল করেছে।
এর আগে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য স্থান বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং কংগ্রেসের মধ্যে শুক্রবার বিতর্ক হয়। কংগ্রেস নিগমবোধ ঘাটে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য বরাদ্দের নিন্দা জানায় এবং সেখানে তার সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের আহ্বান জানায়। এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
বিজেপি মুখপাত্র সি আর কেশবন কংগ্রেসের আচরণকে বিদ্রূপাত্মক আখ্যা দিয়ে বলেন, ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মৃত্যুর পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার দিল্লিতে তার কোনও স্মৃতিসৌধ নির্মাণ করেনি।
তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য স্থান বরাদ্দ করা হবে। তবে যেহেতু স্মৃতিসৌধ নির্মাণে স্থান বরাদ্দের প্রক্রিয়া ও ট্রাস্ট গঠন করতে হবে। তাই এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার কথা জানায় বিজেপি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়