রিয়ালকে জিততে দেয়নি ম্যানসিটি

রিয়াল মাদ্রিদকে যেন পাহারা দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে গিয়েছিল স্প্যানিশ সমর্থকরা। শুরু থেকে পাশে ছিল তারা। কিন্তু মাঠের ১২তম খেলোয়াড় দর্শকদের চাপে ভেঙে পড়েনি ম্যানসিটি। ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখায় তারা। সিটিজেনরা ভালো খেললেও লিড নিয়েছিল রিয়ালই। শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। মাদ্রিদে দুই গোল হলেও জেতেনি কোনও দল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে ১-১ গোলে। 

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে শুরুতে আধিপত্য বিস্তার করলেও পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানচেস্টার সিটি। বিরতিতে যাওয়ার আগে ভিনিসিউসের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল তারা।

বল দখলে রেখে প্রথমার্ধে বেশিরভাগ সময় দাপট দেখায় ম্যানচেস্টার সিটি। রিয়ালের ডিফেন্ডারদের ক্লান্ত করে ছেড়েছিল তারা। কেভিন ডি ব্রুইনা মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগ পর্যন্ত ছিলেন দুর্দান্ত। বেলজিয়ান তারকা ১০ মিনিটে বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে শট নেন। নিচু শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া।

পাঁচ মিনিট পর রিয়াল কিপারকে আবারও পরীক্ষা দিতে হয়। ১৫তম মিনিটে রদ্রির শট ডানদিকে ডাইভ দিয়ে সেভ করেন কোর্তোয়া।

ম্যানসিটি কিপার এডারসনের সতর্কতায় ১৯ মিনিটে বেনজেমা সুযোগ তৈরি করতে পারেননি। রদ্রিগোর বাড়ানো বল ফরাসি ফরোয়ার্ডের পায়ে পড়ার আগেই ধরে ফেলেন তিনি। সাত মিনিট পর দিয়াসের হস্তক্ষেপে রিয়াল এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। ভিনিসিউস সিটিজেনদের গোলপোস্টের দিকে বল বাড়ান। খালি জালের সামনে অপেক্ষায় থাকা বেনজেমার কাছে বল পৌঁছানোর আগেই দিয়াস ব্লক করেন।

রিয়াল ছন্দ খুঁজে পায় আধঘণ্টা পেরোতেই। ৩৬ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে বল নিয়ে ভিনিসিউস আক্রমণে যান। ২৪ গজ দূর থেকে রকেট গতির কোনাকুনি শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথম ৪৫ মিনিটে মাত্র ৩২ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল, লক্ষ্যেও নেয় একটি শট। তারপরও তারাই বিরতিতে যায় লিড নিয়ে।

৫৫ মিনিটে ডি ব্রুইনাকে রুখে দেন কোর্তোয়া। বেলজিয়ান মিডফিল্ডারের পাস তার আঙুলে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর ইকে গুন্ডোগানের বাড়ানো বল পায়ে রেখে বক্সে ঢোকেন আর্লিং হাল্যান্ড। তার শট স্লাইড করে মাঠের বাইরে পাঠান ডেভিড আলাবা।

রিয়াল ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পান রদ্রি। তিনি জ্যাক গ্রিলিশকে পাস দেন। ইংলিশ ফরোয়ার্ডের বাড়ানো বলে লক্ষ্যে শট নিতে গিয়েও নেননি ইকে গুন্ডোগান। পাস দেন ডি ব্রুইনাকে। ডান পায়ের জোরালো শটে গোলপোস্টের ডানদিক দিয়ে জাল কাঁপান তিনি। ৬৭ মিনিটে সমতা ফেরায় ম্যানসিটি।
এই বিভাগের আরও খবর
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

মানবজমিন
বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

সমকাল
ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

কালের কণ্ঠ
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

কালের কণ্ঠ
দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দৈনিক ইত্তেফাক
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

যুগান্তর
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া