বৃটেনের রাজধানী লন্ডনে গড়ে প্রতিদিন ২৪৮টি মোবাইল ফোন চুরি হয়। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। এতে আরও জানা গেছে যে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মাত্র দুই শতাংশ মোবাইল উদ্ধারে সক্ষম হচ্ছে। ফলে দিন দিন মোবাইল চুরির ঘটনা বেড়ে চলছে।
ওই পরিসংখ্যানটি দেখেছে বিবিসি। এতে দেখা গেছে, প্রতি বছর শুধু লন্ডনেই ৯১ হাজারের বেশি মোবাইল ফোন চুরি হয়। অর্থাৎ, প্রতি ৬ মিনিটে একটি মোবাইল হারানো যায় শহরটিতে। তবে অনেকেই আছেন মোবাইল চুরি হলেও পুলিশের কাছে যান না। ফলে মোবাইল চুরির আসল সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রতি বছর ৯১ হাজার মোবাইল চুরি হলেও লন্ডন পুলিশ গড়ে মাত্র ১৯১৫টি মোবাইল উদ্ধার করতে পারে। বিবিসিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই সমস্যার সমাধান করতে দৈনিক অভিযান পরিচালনা করা হচ্ছে তবে এটি বন্ধ করা বেশ কঠিন। বৃটিশ পুলিশ ওয়াচডগ এইচএমসিআইএফআরএস জানিয়েছে, দৈনিক মোবাইল চুরির এই বিষয়টি অগ্রহণযোগ্য।
লন্ড পুলিশের কার্যকরিতা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নির্ধারণে এসব ঘটনা প্রভাব ফেলছে। এইচএমসিআইএফআরএস-এর প্রধান ইন্সপেক্টর অ্যান্ডি কুক বলেন, মোবাইল চুরি কোনো ছোট অপরাধ নয়। মানুষ কোনো সমাজে নিরাপদ বোধ করে কিনা তা নির্ধারিত হয়ে এখানে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়