লাভের মুখ দেখছে না চ্যাটজিপিটি, দেউলিয়ার পথে কোম্পানি: রিপোর্ট

লাভের মুখ দেখছে না চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। শুরুতে ঝড় তুললেও ক্রমাগত কমছে তাদের গ্রাহক। ফলে মুনাফাও কমছে হু হু করে। এই অবস্থা চলতে থাকলে ২০২৪ সালেই দেউলিয়া হয়ে যেতে পারে আলোচিত এআই স্টুডিওটি। সম্প্রতি অ্যানালিটিকস ইন্ডিয়া ম্যাগাজিনের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি পরিচালনার জন্য ওপেনএআই’র দৈনিক খরচ হচ্ছে প্রায় সাত লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭০ লাখ টাকার বেশি)। ফলে দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের অর্থভাণ্ডার। জিপিটি৩.৫ এবং জিপিটি৪’কে মনিটাইজ করার চেষ্টা সত্ত্বেও এই মুহূর্তে যথেষ্ট লাভ করতে পারছে না সংস্থাটি।

২০২২ সালের নভেম্বরে চালু হওয়ার পরপরই ব্যাপক আলোচনায় উঠে আসে চ্যাটজিপিটি। গ্রাহকের সংখ্যায় ইতিহাসের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হিসেবে নাম লেখায় সেটি। কিন্তু প্রাথমিক পর্যায়ের রেকর্ডভাঙা ঝড় থেমে যেতে সময় লাগেনি। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে কমছে চ্যাটজিপিটির গ্রাহক।

সিমিলারওয়েব নামে একটি সংস্থার তথ্য বলছে, গত জুনে চ্যাটজিপিটির গ্রাহক ছিল ১৭০ কোটি। কিন্তু জুলাই মাসে তা প্রায় ১২ শতাংশ কমে ১৫০ কোটিতে নেমে এসেছে।

সমস্যা হয়ে দাঁড়িয়েছে সংস্থাটির অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসও (এপিআই)। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি কোম্পানি আগেই তাদের কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহারে নিরুৎসাহিত করেছিল। এখন তারা ওপেনএআইর এপিআই অ্যাক্সেস নিয়ে বিভিন্ন কাজের জন্য নিজস্ব এআই চ্যাটবট তৈরি করে নিচ্ছে।

অ্যানালিটিকস ইন্ডিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে এই সমস্যার ওপর জোর দেওয়া হয়েছে। তারা বলেছে, বর্তমানে বেশ কয়েকটি ওপেন-সোর্স এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) রয়েছে, যা বিনামূল্যে ব্যবহার করা যায় এবং লাইসেন্সিং সমস্যা ছাড়াই পুনঃব্যবহারের অনুমতি রয়েছে। ফলস্বরূপ, গ্রাহকরা ইচ্ছামতো কাস্টমাইজ করে উপাদানটিকে নিজেদের কাজের উপযোগী করে তুলতে পারছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই আজও লাভজনক অবস্থায় পৌঁছাতে পারেনি। চ্যাটজিপিটি তৈরির সময়ের তুলনায় গত মে মাসে সংস্থাটির লোকসান দ্বিগুণ বেড়ে ৫৪ কোটি ডলারে দাঁড়িয়েছিল। মাইক্রোসফটের এক হাজার কোটি ডলার বিনিয়োগই এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে ওপেনএআই’কে। 
এই বিভাগের আরও খবর
সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

যুগান্তর
ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাবনা আইআইজিএবির

ইন্টারনেটের দাম কমানোর প্রস্তাবনা আইআইজিএবির

বণিক বার্তা
ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

ভোরের কাগজ
ছাপানো হলেও বিতরণ হয়নি দেড় কোটি স্মার্টকার্ড

ছাপানো হলেও বিতরণ হয়নি দেড় কোটি স্মার্টকার্ড

বিডি প্রতিদিন
দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

প্রথমআলো
প্যাকেজের ভিড়ে বিভ্রান্ত গ্রাহক প্রতি গিগাবাইট ডাটা কখনো ৬ টাকা, কখনো ৪৯

প্যাকেজের ভিড়ে বিভ্রান্ত গ্রাহক প্রতি গিগাবাইট ডাটা কখনো ৬ টাকা, কখনো ৪৯

বণিক বার্তা
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া