শিরদাঁড়ার বক্রতা (Kyphosis)

কাইফোসিস হলো মেরুদণ্ডের রেখার একটি অস্বাভাবিকতা, যা অস্বাভাবিকভাবে বাঁকায়। সাধারণত প্রত্যেকের শরীরেই প্রায় ২৫ থেকে ৪৫ ডিগ্রি ব্যাপ্তিতে একটি বাঁকা মেরুদণ্ড থাকে। কিন্তু কাইফোসিস আক্রান্তদের কারও কারও মেরুদণ্ডের বক্রতা ৫০ ডিগ্রি বা তারও বেশি পৌঁছতে পারে। এই অবস্থা হলে অনেক সময় আক্রান্ত ব্যক্তিটির মাথা নত রাখতে হয়। দেখা যায় বক্রতা বা কাইফোসিসজনিত কিছু সমস্যা হলেও অনেকের আবার চিকিৎসার প্রয়োজন হয় না। তবে, গুরুতর ক্ষেত্রে এই বক্রতা ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি করতে পারে। এ সময় চিকিৎসকরা অস্ত্রোপচার পদ্ধতির মাধ্যমে রোগীকে সুস্থ করে থাকেন।

লক্ষণসমূহ
# ডান এবং বাম কাঁধের উচ্চতায় পার্থক্য।
# স্ক্যাপুলার উচ্চতা বা অবস্থানের পার্থক্য (কাঁধের ফলক)
# মাথা শরীরের অন্যান্য অংশের   চেয়ে বেশি এগিয়ে বা সামনে দেখায়।
#  নিচে বাঁকানোর সময় উপরের পিঠ অস্বাভাবিকভাবে উঁচু দেখায়।
# হ্যামস্ট্রিংয়ের পেশি (উরুর  পেছনের পেশি) টান অনুভব করে।
# তবে হালকা অবস্থায় কোনো লক্ষণ দেখা যায় না।

কারণসমূহ:
১. পোস্টারাল কাইফোসিস
পোস্টারাল কাইফোসিস বৃদ্ধির সময় দেখা যায়। এটি ৫০ ডিগ্রি বা তারও    বেশি বর্ধিত হয়। পোস্টারাল কাইফোসিসে সøুচিং বেশ নমনীয় এবং রুটিন ফিজিওথেরাপির মাধ্যমে সংশোধন করা যায়। এই কাইফোসিস হলে ব্যথা তেমন অনুভূত হয় না।
খুব কমই ব্যথার কারণ হয়।

আক্রান্ত ব্যক্তিরা  স্বাভাবিক কাজকর্ম করতে পারেন।  এটি সাধারণত ভুল দেহভঙ্গি বা আচরণের কারণে ঘটে থাকে। যেমন খুব ঝুঁকানো অবস্থানের সঙ্গে চেয়ারে ঝুঁকানো বা খুব বেশি ভারী স্কুল ব্যাগ বহনের  জন্য। গবেষণায় দেখা যায়, ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে কাইফোসিস বেশি দেখা যায়।
২. স্কিউম্যানের কাইফোসিস
এটির কারণে মেরুদণ্ড অস্বাভাবিক বিকাশ হয়। মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে এটি বেশি দেখা যায়। সাধারণত এর বক্রতা শক্ত হয় এবং  বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও খারাপ হয়, যার ফলে আক্রান্ত ব্যক্তিকে সোজা হয়ে দাঁড়াতে অক্ষম করে তোলে।
৩. জন্মগত কাইফোসিস
গর্ভাশয়ে থাকা অবস্থায় মেরুদণ্ডের অস্বাভাবিক বিকাশের কারণে এই ধরনের কাইফোসিস হয়। জন্মগত কাইফোসিসের সঠিক কারণ কী তা এখনও জানা যায়নি।
ঝুঁকির কারণসমূহ  
২. অস্টিওজেনেসিস অপূর্ণতা বা ভঙ্গুর হাড়ের রোগ।
৩. স্কোলিওসিস  (মেরুদণ্ডকে প্রভাবিত করে) হলো মেরুদণ্ডের এমন একটি অবস্থা যা “এস” অক্ষরের এর মতো বাঁকানো।
৪. স্পিনা বিফিদা- 
মেরুদণ্ড এবং মেরুদণ্ডের অসম্পূর্ণ গঠনের কারণে স্পিনা বিফিদা একটি জন্মগত ত্রুটি।
৫. পেজেটের রোগজনিত কারণে পুনরুদ্ধার প্রক্রিয়াটিকে প্রভাবিত করে এমন একটি ব্যাধি যা হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি করে।
এই বিভাগের আরও খবর
হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

হিমোফিলিয়া শনাক্তের বাইরে ৮২% রোগী

কালের কণ্ঠ
খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

খাবারে কৃত্রিম রঙের ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

কালের কণ্ঠ
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম তামিম

সমকাল
স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেপ্তার ৪

জনকণ্ঠ
অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

অভিযান চালিয়ে হাসপাতাল বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘না’

বাংলা ট্রিবিউন
ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

ব্লাড ক্যানসার কেন হয়, নির্ণয়ের উপায় ও চিকিৎসা কী?

প্রথমআলো
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়